Select Page

আব্দুল্লাহ মুহাম্মদ সাদ থেকে মেজবাউর রহমান সুমন, দুর্দান্ত লাইনআপে নাজিফা তুষি

আব্দুল্লাহ মুহাম্মদ সাদ থেকে মেজবাউর রহমান সুমন, দুর্দান্ত লাইনআপে নাজিফা তুষি

২০১৬ সালে ‘আইসক্রিম’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় নাজিফা তুষির। এরপর দেখা গেছে নাটক, বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওতে। ছয় বছর পর মেজবাউর রহমান সুমনের পরিচালনায় ‘হাওয়া’ দেয় তুমুল জনপ্রিয়তা। ফের বড়পর্দা থেকে বিরতি। এবার দুর্দান্ত এক লাইনআপ রয়েছে তার পরবর্তী কামব্যাকে। যেখানে আছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নির্মাতা থেকে দেশের সফল পরিচালকরা।

তুষির পরবর্তী সিনেমাগুলোর নির্মাতা তালিকায় রয়েছেন ‘রেহানা মরিয়ম নূর’-খ্যাত আব্দুল্লাহ মুহাম্মদ সাদ, ‘হাওয়া’-খ্যাত মেজবাউর রহমান সুমন, এখনকার সফল নির্মাতা রায়হান রাফী ও এন রাশেদ চৌধুরী।

সাম্প্রতিক পর্দা অনুপস্থিতি নিয়ে প্রথম আলোকে তুষি বলেন, ‘অনেক দিন আমার কাজ পর্দায় আসেনি। তবে আমি নিয়মিত কাজ করে গেছি। তবে এখনো কোনো সিনেমা মুক্তি পায়নি বলে দর্শকেরা জানতে পারছেন না।’

তিনি বলেন, ‘হাওয়া করার আগে ভালো কাজের অপেক্ষায় থাকতাম, ফলে কম কাজ করেছি। তবে এখন একদমই কম কাজ করছি না।’

হাওয়া মুক্তির পর মাস ছয়েক বিরতি নেন তুষি, এরপর তিন বছর ধরে টানা সিনেমা করছেন তিনি। তিনি বলেন, ‘আমার জীবনে এত টানা কাজ করিনি। ক্যারিয়ারে সবচেয়ে ব্যস্ত সময় পার করছি।’

বাংলাদেশের প্রথম নির্মাতা হিসেবে কানের মূল বিভাগের প্রতিযোগিতা করেছিলেন আব্দুল্লাহ মুহাম্মদ সাদ। বরাবরই তো আর সিনেমা উৎসব কেন্দ্রিক এবং পরিকল্পনা অনুযায়ী তিনি খবর প্রকাশ করেন। তুষির সিনেমাটাই ক্ষেত্রে তাই দেখা যাচ্ছে। সবপক্ষই আপাতত মুখ বন্ধ রেখেছেন, এমনকি জানা যায়নি ছবির নাম।

রটামডেম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রতিযোগিতা করবে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’। এ সিনেমায় নাজিফা তুষির চরিত্রের কোনো নাম নেই। তার পরিচয় ‘সাদুর বউ’। সাদু চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজ নূর ইমরান। তুষি জানান, এ চরিত্রে অভিনয়ের জন্য দীর্ঘ প্রস্তুতি নিতে হয়েছে তাঁকে। কোনো মেকআপ ব্যবহার করেননি, এমনকি ছয় মাস সাবান-শ্যাম্পু ব্যবহার থেকেও বিরত ছিলেন। চরিত্রের প্রয়োজনে শারীরিক গঠনেও পরিবর্তন এনেছেন তুষি। সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমাটির ট্রেইলার খুবই প্রশংসিত হয়েছে।


‘চন্দ্রাবতী কথা’-খ্যাত এন রাশেদ চৌধুরীর ‘সখী রঙ্গমালা’ সিনেমায় তুষি অভিনয় করছেন কেন্দ্রীয় চরিত্রে। কথাসাহিত্যিক শাহীন আখতারের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে এটি। অষ্টাদশ শতকের নোয়াখালীর এক জমিদার পরিবারের কাহিনি উঠে এসেছে সখী রঙ্গমালায়। এতেও তুষির সহশিল্পী মোস্তাফিজ নূর ইমরান। আরো অভিনয় করছেন প্রান্তর দস্তিদার, তৌফিকুল ইমন, শিল্পী সরকার অপু প্রমুখ। আগামী মার্চে শুরু হবে ‘সখী রঙ্গমালা’র শুটিং।

অন্যদিকে রায়হান রাফীর ‘আন্ধার’ নির্মিত হচ্ছে ভৌতিক গল্পে; যেখানে তুষিকে দেখা যাবে নাদিয়া চরিত্রে। এতে আরও অভিনয় করেছেন সিয়াম আহমেদ, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, মোস্তফা মনওয়ার প্রমুখ। গত নভেম্বরে শুটিং শেষে নির্মাতা জানিয়েছিলেন, সম্পাদনার কাজ শেষে এ বছর মুক্তি পাবে আন্ধার।

এছাড়া রায়হান রাফীর আরেকটি নতুন সিনেমার শুটিং শুরু করেছেন তুষি। ‘প্রেশার কুকার’ নামের সিনেমাটি তৈরি হচ্ছে নারীকেন্দ্রিক গল্পে। এ সিনেমায় আরো আছেন শবনম বুবলি ও মারিয়াম শান্ত। তিনটি নারী চরিত্রের ভিন্ন ভিন্ন জার্নি, দ্বন্দ্ব ও বাস্তবতার চাপ থেকেই তৈরি হবে ছবির নাটকীয়তা—এমনটাই জানা গেছে।

যদিও সিনেমাটি নারীকেন্দ্রিক, তবে একটি গুরুত্বপূর্ণ পুরুষ চরিত্র থাকছে। সেই চরিত্রে জাহিদ হাসান অথবা চঞ্চল চৌধুরী অভিনয় করতে পারেন—এমন গুঞ্জন শোনা যাচ্ছে। ‘প্রেশার কুকার’ আগামী ঈদুল ফিতরে সিনেমা হলের পাশাপাশি মুক্তি পেতে পারে আইস্ক্রিনে।


Leave a reply