Select Page

‘আমলনামা’ নিয়ে প্রতিবাদ কাউন্সিলর একরামের স্ত্রীর, যা বলছেন রাফী

‘আমলনামা’ নিয়ে প্রতিবাদ কাউন্সিলর একরামের স্ত্রীর, যা বলছেন রাফী

রায়হান রাফী ওয়েব ফিল্ম ‘আমলনামা’র প্রচার নিয়ে প্রতিবাদ করেছেন কক্সবাজারে ‘ক্রস ফায়ারে’ নিহত কাউন্সিলর একরামের স্ত্রী আয়েশা বেগম। বিষয়টি আলোচনা তুললে দ্রুত মন্তব্য করেন রাফী।

আয়েশা তার পোস্টের সঙ্গে ওটিটি প্লাটফর্ম চরকির সহযোগী সংস্থা প্রথম আলোয় প্রকাশিত খবরের একটি ছবি যোগ করেন। যেখানে বলা হচ্ছে, একরামের হত্যাকাণ্ড নিয়ে ‘আমলনামা’ নির্মিত।

আয়েশা বেগম লেখেন, ‘(পরিচালক) রায়হান রাফী একটি কাল্পনিক মুভি বানিয়েছে, এই মুভিতে রায়হান রাফী নিজেই প্রথমে স্বীকার করেন যে, মুভিটি কোন সত্যি ঘটনার সাথে মিল নেই, তিনি তার মন মত করে কাল্পনিকভাবে এই মুভিটি বানিয়েছেন। আর আপনারা আজ এই মুভি দেখে আমাদেরকে দোষারোপ ও লজ্জিত করছেন। আপনারা এই মুভিটা আমার স্বামীর ঘটনা বলে অপপ্রচার করতেছেন, আমার স্বামী কোন প্রকার মাদকদ্রব্যের সাথে জড়িত ছিল না। আমার স্বামীকে খুনিরা পরিকল্পিতভাবে এবং নির্মমভাবে হত্যা করেছে। আজ আপনারা এই মুভি দেখে আমার স্বামীর আসল ঘটনা বলে উল্লেখ্য করিতেছেন। রায়হান রাফি যদি বলে যে এই মুভিটি একরামুল হকের সত্যি ঘটনার উপর ভিত্তি করে বানানো হয়েছে, তাহলে তার বিরুদ্ধে মানহানি মামলা করতে বাধ্য হবো। আর আমি রায়হান রাফিকে বলবো “এই মুভিটি একরামুল হকের আসল ঘটনার সাথে কোন মিল নেই” এই কথাটা সবার সামনে বলার জন্য অনুরোধ করছি।

তিনি আরো লেখেন, আর প্রথম আলো এই ঘটনাকে একরামুল হকের আসল ঘটনা বলে প্রচার করেছেন, এই মুহূর্তে আমাকে ও আমার দুই মেয়েকে জাতির সামনে অপমান, লজ্জিত ও দোষারোপ করতেছেন। আর পুরো জাতি জানে আমার স্বামী কোনরকম মাদকদ্রব্য ও অন্যায় কাজের সাথে জড়িত ছিলেন না। সে আজ মাদকের বিরোধিতা করেছিল তাই খুনিরা আমার স্বামীকে অন্যায়ভাবে ও নাটকীয়ভাবে হত্যা করে। আর আমি প্রথম আলোকে বলব তারা যা প্রচার করেছে তা ভুলবশত করেছেন, আর যদি তারা তা স্বীকার না করে তাহলে আমি ও আমার দুই মেয়ে মিলে প্রথম আলোর বিরুদ্ধে মানহানি মামলা করতে বাধ্য হব। আর আমি প্রথম আলোকে অনুরোধ করছি যে, অতিশীঘ্রই এই ঘটনাটি “একরামুল হকের ঘটনার সাথে কোন মিল নেই” এই কথাটি সবার সামনে বলার জন্য।

এদিকে রায়হান রাফী সোশ্যাল মিডিয়ায় লেখেন, “আমলনামা” কোন নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে নির্মাণ নয়, এটা সকল বিচারবর্হিভূত হত্যাকান্ডের প্রতিচ্ছবি। “আমলনামা” অনেকগুলো সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত একটি ফিকশন। প্রত্যেক বিচারবর্হিভূত হত্যাকান্ডের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ এই সিনেমা।


Leave a reply