‘আমিও আন্দোলনে অংশ নেব’
সম্প্রতি এক পোস্টারে লেখা ছিল ‘পুত্র এখন পয়সাওয়ালা ববিতার শেষ ছবি’। এ সম্পর্কে এক সাক্ষাতকারে চিত্রনায়িকা ববিতা বলেন, ‘আমি এ ধরনের কোনো ঘোষণা দেইনি। অভিনয় তো আমার রক্তে মিশে গেছে। অভিনয়ের কারণেই আমি আজকের ববিতা। তবে এই মুহূর্তে নতুন কোনো ছবি হাতে নিচ্ছি না। ভবিষ্যতে ভালো কোনো প্রস্তাব পেলে কাজ করব।’
তিনি জানান, ওই ছবিতে ভাল সাড়া পেয়েছেন।
একই সাক্ষাতকারে যৌথপ্রযোজনা সমতার ভিত্তিতে হচ্ছে না বলে অভিযোগ করেন। সাম্প্রতিক উপমহাদেশীয় ভাষার চলচ্চিত্র প্রদর্শন করতে না দেয়ার আন্দোলনের সঙ্গে একমত পোষণ করেন ববিতা। তিনি বলেন, আমাদের অনেক কষ্টের ফসল আজকের এই ইন্ডাস্ট্রি। একে কোনোভাবেই ধ্বংস হতে দিতে পারি না। আমি নিজেও এই আন্দোলনে অংশ নেব।
ববিতাকে আরো প্রশ্ন করা হয়, ‘আপনি একজন আন্তর্জাতিক অভিনেত্রী। ভারতের ছবিতেও কাজ করেছেন। আপনি কেন উপমহাদেশীয় চলচ্চিত্রকে ভয় পাচ্ছেন?’
উত্তরে তিনি বলেন, ‘আমাদের সময় একটা হিন্দি ছবির বাজেট থাকত গড়ে ১০ কোটি টাকা। তখন আমরা দুই কোটি টাকা দিয়েও ছবি বানিয়েছি। আর এখন ওদের বাজেট ১০০ কোটি টাকায় চলে গেছে। আর আমরা দুই কোটিতেই পড়ে আছি। তাহলে ওদের ছবির মানের সঙ্গে আমরা পারব কিভাবে! আরো সহজ করে বললে, একজন শাহরুখ খান, আমির খানের জনপ্রিয়তা বিশ্বব্যাপী। আর আমাদের শাকিব খান মাত্র ১৬ কোটি জনগণের নায়ক। কোনোভাবেই এই অসম প্রতিযোগিতা হতে পারে না।‘