Select Page

আমি আর শাকিব কখনোই প্রতিযোগী নই – বাপ্পী

আমি আর শাকিব কখনোই প্রতিযোগী নই – বাপ্পী

bappyভালোবাসার রং ছবিতে অভিনয়ের মাধ্যমে পথচলা শুরু করেছেন বাপ্পী। শাকিব খানের বিকল্প হিসেবেই যেন তার অভিষেক। নিজের ব্যস্ততা, পথচলা, চলচ্চিত্র সম্পর্কিত ভাবনা ইত্যাদি নিয়ে তিনি কথা বলেছেন দৈনিক ইত্তেফাকের রবি হাসানের সাথে।

বর্তমানের ব্যস্ততা সম্পর্কে জিজ্ঞেস করা হলে বাপ্পী জানান, বর্তমানে তিনি শাহিন সুমনের ‘আমি তুমি সে’ ছবির শ্যুটিং করছেন। আগামী কোরবানীর ঈদে জাজ মাল্টিমিডিয়া থেকে তার ‘ছোট্ট একটু ভালোবাসা’ ছবির মুক্তির সম্ভাবনাও জানান।

জাজ মাল্টিমিডিয়া বাপ্পীকে শাকিব খানের প্রতিদ্বন্দ্বী হিসেবে চলচ্চিত্রজগতে নিয়ে এসেছে এমন প্রশ্নের জবাবে বাপ্পী অস্বীকার করে জাজের নতুন শিল্পী তৈরীর উদ্যোগের প্রশংসা করেন। এবং সকলে দোয়া নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি শাকিব খানের প্রতিদ্বন্দ্বী নন বলেও জানান এসময়।

এছাড়াও বাপ্পী মাহির সাথে জুটিবদ্ধ হয়ে অভিনয় করা এবং বিভিন্ন ছবিতে একত্রে কাজ করতে গিয়ে সেগুলোর ভ্যারিয়েশন সম্পর্কে আলোচনা করেন।

পূর্ণ সাক্ষাতকারটি দৈনিক ইত্তেফাকে প্রকাশিত।


Leave a reply