আরো দুই উৎসবে ‘আয়নাবাজি’
সম্প্রতি সিয়াটলের সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী ছবি হিসেবে প্রদর্শিত হয় অমিতাভ রেজার ‘আয়নাবাজি’। এবার যাচ্ছে জার্মানি ও ভারতের উৎসবে।
জার্মানির মানহায়েম-হাইডেব্যার্গ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পরিচালক মিশেল কোয়েৎজ চিঠিতে জানান, ‘আয়নাবাজি’ দেখে অভিভূত উৎসবের ছবি নির্বাচক কমিটি।
১০ নভেম্বর জার্মানিতে শুরু হচ্ছে ৬৫তম মানহায়েম-হাইডেব্যার্গ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আট শতাধিক ছবি থেকে বাছাই করে প্রদর্শনীর জন্য নির্বাচন করা হয়েছে আয়নাবাজি। উৎসবের ‘ইন্টারন্যাশনাল ডিসকভারি’ বিভাগে দেখানো হবে এটি। নভেম্বরের ১২ থেকে ১৫ তারিখ ‘আয়নাবাজি’র মোট চারটি প্রদর্শনী হবে।
এর আগে ১৯৯৪ সালে জার্মানির এই উৎসবে প্রদর্শিত হয়েছিল মোরশেদুল ইসলামের ‘চাকা’, ২০১৫ সালে দেখানো হয়েছে আবু শাহেদ ইমন পরিচালিত ‘জালালের গল্প’।
এরপরই ছবিটি অংশ নেবে ভারতের গোয়া রাজ্যে অনুষ্ঠেয় ৪৭তম ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ইন্ডিয়া, গোয়া’য়। অমিতাভ রেজা জানান, জার্মানির উৎসব শেষ করে তিনি যোগ দেবেন ভারতের ওই উৎসবে। এর আগেও এ উৎসবে বাংলাদেশের বিভিন্ন ছবি বিভিন্ন সময় প্রদর্শিত হয়েছে।