Select Page

আলমগীরের পরিচালনায় পূর্ণিমার কামব্যাক

আলমগীরের পরিচালনায় পূর্ণিমার কামব্যাক

‘একটি সিনেমার গল্প’ নিয়ে খবর জানা গেল। আরিফিন শুভর পর আলমগীর পরিচালিত ছবিটিতে বাংলাদেশের পূর্ণিমা যুক্ত হচ্ছেন। এ ছাড়া ভারতের প্রসেনজিৎ ও পাওলি দামের অভিনয়ের কথাবার্তা চূড়ান্ত হয়েছে। প্রথম আলোকে এমনটা জানিয়েছেন নির্মাতা নিজেই।

আলমগীর আরো জানিয়েছেন, শুভ ছাড়া ছবিতে বাকি তিনজনের আনুষ্ঠানিক চুক্তি হয়নি এখনো।

তিনি বলেন, ‘যৌথ প্রযোজনার বিষয়টি চুক্তি হয়েছে। পাওলি দাম ও প্রসেনজিতের বিষয়টি দেখছে এসকে মুভিজ। প্রযোজনা প্রতিষ্ঠানটি দুজনেরই শিডিউল দিয়েছে আমাকে। পূর্ণিমার সঙ্গে কথাবার্তা চূড়ান্ত। চুক্তি সময়ের ব্যাপার।’

শুটিং শুরুর আগে দুই দেশের শিল্পীদের সরকারি অনুমতি নিতে হবে। সব আনুষ্ঠানিকতা শেষ করে আগামী ৫ সেপ্টেম্বর থেকে শুটিং শুরুর কথা। টানা দুই ধাপে কাজ হবে। অক্টোবরের মধ্যেই শেষ হবে শুটিং।

এদিকে এসকে মুভিজের পরিচালক হিমাংশু ধানুকা বলেন, ‘আলমগীর সাহেবের সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক। তার সঙ্গে কাজটি করছি। এই ছবিতে অভিনয়ের ব্যাপারে প্রসেনজিৎ ও পাওলির সঙ্গে কথা হয়েছে। তারা গল্প পছন্দ করেছেন। সেপ্টেম্বর মাসে শুটিংয়ের সময়ও দিয়েছেন। কিন্তু তাঁদের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি হয়নি এখনো। আশা করছি মার্চ মাসে চুক্তি হবে।’

এর আগে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ছায়া-ছবি’তে জুটি হন পূর্ণিমা-শুভ। কিন্তু সিনেমাটি মুক্তি পায়নি।


মন্তব্য করুন