আলম খানের ৭০তম জন্মবার্ষিকী
প্রখ্যাত সুরকার আলম খানের আজ ৭০তম জন্মবার্ষিকী। ১৯৪৪ সালের এই দিনে তিনি সিরাজগঞ্জের বানিয়াগাথিতে জন্মগ্রহণ করেন।
১৯৭০ সালে আবদুল জব্বার খানের ‘কাঁচ কাটা হীরে’ ছবির মাধ্যমে চলচ্চিত্রের সংগীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। তারপর অসংখ্য ছবির সংগীত পরিচালনা করেন। সৃষ্টি করেন একের পর এক শ্রুতিমধুর এবং জনপ্রিয় গান। আলম খানের সুর ও সংগীত পরিচালনায় সৃষ্ট অসংখ্য গানের মধ্যে উল্লেখযোগ্য কিছু হলো- ওরে নীল দরিয়া, হীরামতি হীরামতি ও হীরামতি, হায়রে মানুষ রঙিন ফানুস দম ফুরাইলে ঠুস, আমি রজনীগন্ধা ফুলের মতো গন্ধ বিলিয়ে যাই, ডাক দিয়াছেন দয়াল আমারে, কি জাদু করিলা পিরিতি শিখাইলা, বুকে আছে মন, তুমি যেখানে আমি সেখানে, সবাই তো ভালবাসা চায়, ভালবেসে গেলাম শুধু, চাঁদের সাথে আমি দেবো না তোমার তুলনা,
কাজের স্বীকৃতি স্বরূপ আলম খান সাত বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। বর্তমানে আলম খান ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত।
কিংবদন্তী এই সুরকারের জন্মদিনে বাংলা মুভি ডেটাবেজ (বিএমডিবি)র পক্ষ থেকে শুভেচ্ছা।