আশংকামুক্ত রিয়াজ
গত সোমবার কৃষ্ণপক্ষ ছবির শুটিং চলাকালীন রিয়াজ হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হন। সাথে সাথেই তাকে হাসপাতালে নেয়া হয়। পরীক্ষা নিরীক্ষায় রিয়াজের হৃৎপিণ্ডে চারটি ব্লক ধরা পড়ে। আর এর পরপরই অস্ত্রোপচার করে তাঁর হৃৎপিণ্ডের একটি ব্লকে রিং পরানো হয়। বর্তমানে তিনি সুস্থ আছেন।
২০ মিনিটের সফল অস্ত্রোপচার শেষে রাতেই স্ত্রী তিনা এবং কন্যা আমিরা সিদ্দিকীর সাথে কথা বলেন। বিষয়টি এনটিভি অনলাইনকে জানিয়েছেন রিয়াজের শ্যালক ইমরান আইয়ুব।
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেতা বর্তমানে চিকিৎসক অধ্যাপক মোহাম্মদ শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে আছেন।
যদিও রিয়াজ এখন বিপদমুক্ত কিন্তু তিনদিন পরে তার হার্টের বাকি তিনটে রিং পড়ানো হবে এবং তাকে আরও প্রায় সাত দিন থাকতে হবে হাসপাতালে। বাসায় ফিরেও বিশ্রাম নিতে হবে একমাস। এই সময়ে রিয়াজ শুটিং-এ অংশগ্রহন করতে পারবেন না।
ফলে রিয়াজকে ছাড়াই ‘কৃষ্ণপক্ষ’ চলচ্চিত্রের কাজ চলতে থাকবে বলে জানিয়েছেন ছবিটির সহকারি পরিচালক জুয়েল রানা। রিয়াজ অসুস্থ থাকা সত্ত্বেও ছবির কাজ করতে হচ্ছে দেখে ইউনিটের অনেকেরই মন খারাপ। কিন্তু কিছু করার নেই, ছবির ভালোর জন্যই রিয়াজকে ছাড়াই কাজ করতে হবে।
রিয়াজের বন্ধু, সহকর্মী এবং তার স্ত্রী সকলের কাছে তার জন্য দোয়া কামনা করেছেন।