আসছে হুমায়ূন ফরীদির চলচ্চিত্র!
জনপ্রিয় অভিনেতা হুমায়ূন ফরিদী পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তিন বছর হল। মৃত্যুর আগের এক দশক চলচ্চিত্র থেকে দূরেই ছিলেন তিনি। হাতে গোনা অল্প কিছু ছবিতে অভিনয় করেছিলেন তিনি। তার একটি ‘এক কাপ চা‘ মুক্তি পেয়েছে গেল বছরের শেষের দিকে। জনপ্রিয় এই খলঅভিনেতাকে আবারও পর্দায় দেখতে পাওয়া দর্শকের দীর্ঘদিনের তৃষ্ণা মিটিয়েছে। সুসংবাদ হল – আবারও পর্দায় আসছেন ফরীদি – খুব শীঘ্রই।
ছবির নাম এক জবানের জমিদার, পরিচালনা করেছেন উত্তম আকাশ। ছবির কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছেন হুমায়ূন ফরীদি। ২০০৯ সালের ২৬ সেপ্টেম্বর নাজিমউদ্দিন চেয়ারম্যান অভিনীত এই চলচ্চিত্রটির মহরত অনুষ্ঠিত হয়ে নির্মান শেষ হলেও প্রযোজকের অনিচ্ছা এবং মৃত্যু ছবিটিকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দেয়। সম্প্রতি পরিচালক উত্তম আকাশ নিজেই উদ্যোগ নিয়েছেন ছবিটির মুক্তির ব্যাপারে।
নির্মানের সময় ছবিটির নাম রাখা হয়েছিল এক জবানের জমিদার হেরে গেলেন এইবার। নীতিবোধের কারণে জমিদারের পরাজয়ের গল্প নিয়েই ছবির কাহিনী। ৩৫ মিমি ফরম্যাটে ছবিটি নির্মিত হলেও এখন ডিজিটাল প্রজেকশনের কারণে ছবিটি ডিজিটালে মুক্তি দেয়ার পরিকল্পনা করছেন পরিচালক। আগামী সপ্তাহেই ছবিটি সেন্সরবোর্ডে জমা দেয়া হতে পারে।
এক জবানের জমিদার ছবিতে আরোও অভিনয় করেছেন আমিন খান, সিলভী, প্রবীর মিত্র প্রমুখ।