Select Page

আহমেদ রুবেলকে উৎসর্গিত ‘পেয়ারার সুবাস’ এই ২৭ প্রেক্ষাগৃহে

আহমেদ রুবেলকে উৎসর্গিত ‘পেয়ারার সুবাস’ এই ২৭ প্রেক্ষাগৃহে

সারা দেশে মুক্তি পেল নুরুল আলম আতিক নির্মিত সিনেমা ‘পেয়ারার সুবাস’। মুক্তির প্রান্তে এসে যার কারণে ছবিটির নাম দর্শকের মুখে মুখে ছড়িয়ে গেলো, সেই আহমেদ রুবেলকে উৎসর্গ করা হয়েছে সিনেমাটি।  

গত ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় প্রিমিয়ার শো দেখতে যাওয়ার পথে আকস্মিক মৃত্যুতে চিরবিদায় নিয়েছেন এই গুণী অভিনেতা। মৃত্যুর দুদিন আগে ছবিটি নিয়ে একটি বার্তা দিয়েছিলেন আহমেদ রুবেল। সেখানে তার ভাষ্য এরকম, “৯ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ‘পেয়ারার সুবাস’। এই ছবিতে তারিক আনাম খান, জয়া আহসান, আমিসহ আরও অনেকেই অভিনয় করেছি। মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা ছবিটি দেখতে আপনারা হলে চলে আসুন। দেখা হচ্ছে সিনেমা হলে।”

‘পেয়ারার সুবাস’ প্রযোজনা করেছে আলফা আই ও চরকি। তাদের পক্ষ থেকে জানানো হয় যে, ছবিটি আহমেদ রুবেলের স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়েছে। এ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও তারিক আনাম খান।

উল্লেখ্য, ২০১৬ সালে ‘পেয়ারার সুবাস’র শুটিং শুরু হয়েছিল। এরপর কয়েক দফায় শুটিং পিছিয়ে, নানা জটিলতা পেরিয়ে ২০২০ সালে এর চিত্রায়ণ শেষ হয়। করোনা মহামারিতে পোস্ট প্রোডাকশনের কাজেও ব্যাঘাত ঘটে। কাজ শুরুর দীর্ঘ আট বছর পর অবশেষে মুক্তি পাচ্ছে ছবিটি। এর আগে গত বছরের এপ্রিলে ৪৫তম ‘মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’র মূল প্রতিযোগিতা বিভাগে অংশ নিয়েছিল এটি। সেখানে পুরস্কার না পেলেও দর্শক-সমালোচকের ইতিবাচক সাড়া পেয়েছিল।

প্রথম সপ্তাহে ঢাকায় দেখা যাবে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি শপিং মল, সীমান্ত সম্ভার, এস কে এস টাওয়ার, সনি স্কয়ার ও বঙ্গবন্ধু মিলিটারি জাদুঘর আউটলেটে, ব্লকবাস্টার সিনেমাস, লায়নস সিনেমাস, মধুমিতা ম্যাজিক মুডি থিয়েটার ও শ্যামলি সিনেমা হলে।

চট্টগ্রামে দেখা যাবে সিলভার স্ক্রীন, স্টার সিনেপ্লেক্স, সুগন্ধা, নারায়ণগঞ্জে সিনেস্কোপ ও গুলশান সিনেপ্লেক্স, রাজশাহীতে স্টার সিনেপ্লেক্স, সিলেটে গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার, নন্দিতা, বগুড়ায় মমো-ইন, সিরাজগঞ্জে রুটস সিনেক্লাব, সাভার সেনা অডিটোরিয়াম, খুলনায় শঙ্খ, লিবার্টি সিনেমা, রংপুরে শাপলা, ময়মনসিংহে ছায়াবানী, দিনাজপুরে মডার্ন ও কুষ্টিয়ার স্বপ্নীল সিনেপ্লেক্সে।


মন্তব্য করুন