Select Page

ইউটার্ন ছাড়লেন পিয়া

ইউটার্ন ছাড়লেন পিয়া

peya-hoআলভী আহমেদ পরিচালিত ‘ইউটার্ন’ চলচ্চিত্র থেকে হঠাৎ করে নিজেকে সরিয়ে নিলেন র‌্যাম্প মডেল ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া। ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে এ কথা জানান পিয়া। এ প্রসঙ্গে ছবির প্রযোজক এবং পিয়া বিপরীত বিপরীতমুখী বক্তব্য দিয়েছেন।

ছবিটির প্রযোজক ও ভার্সেটাইল মিডিয়ার স্বত্বাধিকারী আরশাদ আদনান একটি অনলাইন সংবাদ মাধ্যমকে জানান, ছবিটির চরিত্রের জন্য পিয়া উপযুক্ত নন বলে পিয়াকে বাদ দিয়েছেন।

অন্যদিকে পিয়া জানিয়েছেন ভিন্ন খবর। তিনি বলেন, ‘ছবিটির একটি চরিত্রে অভিনয় করবেন প্রযোজক আরশাদ আদনান। কিন্তু প্রযোজকের সঙ্গে অভিনয় করতে আমি রাজী ছিলাম না। আমার কাছে মনে হয়েছিল প্রযোজকের সঙ্গে চলচ্চিত্রে অভিনয় করাটা আমার উচিত হবে না। নির্মাতা আলভী আহমেদকে আমি বিষয়টি জানিয়েছিলাম। ছবি সাইন করার আগে আলভী ভাই বলেছিল, তিনি এটি পরিবর্তন করবেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। কারণ ছবির প্রযোজক বলে কথা!’

উল্লেখ্য, গত ১০ অক্টোবর থেকে ইউটার্ন ছবিটির শ্যুটিং শুরু হয়েছে। দুটি গ্যাং এর মধ্যকার দ্বন্দ্বকে কেন্দ্র করে ছবিটির গল্প এগিয়েছে।


Leave a reply