ইউটিউবে ছড়িয়ে পড়েছে ‘দরদ’, সরানোর উদ্যোগ নেই
মুক্তির এক সপ্তাহ না পেরোতেই অনলাইনে ছড়িয়ে পড়েছে অনন্য মামুন পরিচালিত ও শাকিব খান অভিনীত ‘দরদ’। ইউটিউবে উন্মুক্ত প্রদর্শনীতে হাজার হাজার দর্শক দেখেছে সিনেমাটি।
পাইরেসির দুইদিন পেরিয়ে গেলেও এ সম্পর্কে ‘দরদ’ সংশ্লিষ্টদের দৃশ্যত কোনো তৎপরতা নেই। মুক্তির দুইদিন পর কিছু ক্লিপ ছড়িয়ে পড়া নিয়ে আইনি ব্যবস্থা নেয়ার হুমকি নেই অনন্য মামুন। কিন্তু ইউটিউবে আস্ত ছবি প্রকাশে পেলেও স্যোশাল মিডিয়ায় তার কোনো মন্তব্য নেই।
১৫ নভেম্বর সারাদেশে মুক্তি পেয়েছে কথিত এ প্যান ইন্ডিয়ান ‘দরদ’। তবে মুক্তির প্রথম থেকেই দর্শক খরার মুখে পড়েছে সিনেমাটি। আর ২১ নভেম্বর থেকে বেশ কয়েকটি ইউটিউব চ্যানেলে ছড়িয়ে পড়েছে।
ইউটিউবে ছড়িয়ে পড়া সিনেমাটি দেখে ধারণা করা হচ্ছে এটি কোনো প্রেক্ষাগৃহ থেকে ধারণ করা।
‘দরদ’-এ শাকিব খানের বিপরীতে আছেন বলিউডের সোনাল চৌহান। আরো অভিনয় করেছেন পায়েল সরকার, রাহুল দেব, অলোক জৈন, রাজেশ শর্মা, সাফা মারুয়া, ইমতু রাতিশ, তানভীর তারেক, জাকির হোসাইন, ফারহান খান রিও এবং বিশ্বজিৎ চক্রবর্তী।
বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় রোমান্টিক সাইকো–থ্রিলার ঘরানার সিনেমাটি পরিচালনার পাশাপাশি কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন অনন্য মামুন। ছবির প্রযোজক হিসেবে আছেন অশোক ধানুকা, হিমাংশু ধানুকা, কামাল মোহাম্মদ কিবরিয়া ও অনন্য মামুন। সহপ্রযোজক (হিন্দি) হিসেবে আছেন করণ শাহ (ওয়ান ওয়ার্ল্ড মুভিজ)। বিশ্বজুড়ে পরিবেশন করছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।