ইতালিতে পুরস্কৃত ‘অজ্ঞাতনামা’
তৌকীর আহমেদের ‘অজ্ঞাতনামা’ ইতালির ত্রেন্তো শহরে অনুষ্ঠিত রিলিজিয়ন টুডে ফিল্ম ফেস্টিভ্যালে স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড পেয়েছে। ১৫ অক্টোবর এ নির্মাতার হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেয়া হয়।
পুরস্কারপ্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে তৌকীর গণমাধ্যমকে বলেন, ‘আমাদের দেশে অনেক কষ্ট করে বিভিন্ন প্রতিকূলতা পার হয়ে একটি ছবি নির্মাণ করতে হয়। প্রশান্তি তখনই আসে যখন ছবিটি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও প্রশংসিত হয়, পুরস্কার জিতে নেয়। আমি মনে করি, এ সম্মান আমার একার নয়। এটা পুরো বাংলাদেশের প্রাপ্য।’
তিনি বলেন, ‘অজ্ঞাতনামা পুরস্কারের জন্য মনোনীত হওয়ার কারণ হচ্ছে. মাইগ্রেশন অ্যান্ড কো-এক্সিসটেন্স। বিষয়টি সবারই ভালো লেগেছে। সবাই প্রশংসা করেছেন।’
এর আগে ‘অজ্ঞাতনামা’ কসোভোর চলচ্চিত্র উৎসব ‘দ্য গডেস অন দ্য থ্রোন’-এ সেরা পরিচালক ও সেরা চিত্রনাট্যকার এবং ওয়াশিংটন ডিসির সাউথ এশিয়ান ফেস্টিভ্যালে সেরা পরিচালকের পুরস্কার অর্জন করে।