
ইনসাফ-এর ট্রেলার জুড়ে রক্তারক্তি কাণ্ড
প্রথম ছবির পর লম্বা বিরতি। প্রত্যাবর্তনে দারুণ সফল ছিলেন শরিফুল রাজ। পরাণ ও হাওয়া তুমুল হিট। ২০২৪ সালের ঈদুল ফিতরে একসঙ্গে তিনটি সিনেমা এলে প্রশংসা ঠিকই মেলেছে, কিন্তু বক্স অফিস ছিল ব্যর্থ। এবার এক বছরের বিরতির পর পর্দায় আসতে চলেছেন রাজ। সিনেমার নাম ‘ইনসাফ’।
‘পরাণ’ সিনেমার রাফ অ্যান্ড টাফ রাজকে মিস করছিলেন দর্শক। তবে পরিচালক সঞ্জয় সমদ্দার আরো বেশি মারকুটে ভঙ্গিতে ফেরালেন তাকে।

‘ইনসাফ’-এর সদ্য প্রকাশ্য ট্রেলারে রাজকে অ্যাকশন আর রক্তারক্তি দৃশ্যে দেখা গেছে। যেখানে তার প্রত্যাবর্তন ইউসুফ নামের এক গ্যাংস্টার চরিত্রে। যে কিনা রক্তের বন্যা বইয়ে দুধ দিয়ে গোসল করে।
প্রায় দেড় মিনিটের ট্রেলারে রয়েছে পেছনের গল্পের ইঙ্গিত। যেখানে বলা হচ্ছে, আমাদের সমাজে কোনো মানুষ ভালো কাজ করলেন এক সময় অসম্মানিত হবেনই! সেই অর্থ ‘ইনসাফ’ হয়তো প্রতিশোধেরও গল্প।
এতে পুলিশ চরিত্রে অভিনয় করেছেন টিভি পর্দার প্রিয়মুখ তাসনিয়া ফারিণ। ‘ইনসাফ’ বড়পর্দায় এটি তার তৃতীয় এট্রি হলেও এবার পুরোপুরি মশালা চরিত্রে আসছেন। তবে সিনেমাটির বড় চমক হলেন মোশাররফ করিম। সেও কিনা নায়কের মতো হত্যা পছন্দ করে, তবে মানুষ নয় অমানুষকে সে হত্যা করে।