ঈদুল আজহা ২০২৩: ওয়েবে জমজমাট আয়োজন
টেলিভিশনে ঈদের আয়োজনে কী থাকছে; গত কয়েক মৌসুমে এমন কৌতুহলে ভীষণ ভাটা পড়েছে। এর বিপরীতে ওটিটির স্বল্প আয়োজন নিয়ে দর্শকদের আগ্রহ বাড়ছে। গত ঈদুল ফিতরে মহানগর টু, মাইশেলফ অ্যালেন স্বপন ও হোটেল রিল্যাক্স ভালো সাড়া পেয়েছে।
অগ্রিম কোনো উত্তেজনা তৈরি না হলেও এই ঈদুল আজহাও সেজেছে ভিন্ন ভিন্ন স্বাদের আয়োজনে। দেখা যাক কী থাকছে ওটিটিতে।
মারকিউলিস, চরকি
‘জালালের গল্প’র নির্মাতা আবু শাহেদ ইমন প্রথমবারের মতো ওয়েব সিরিজ বানিয়েছেন। আট পর্বের থ্রিলার ধাঁচের গল্পটি এগিয়েছে এক তরুণীর প্রেমিক খুন হওয়ার ঘটনাকে কেন্দ্র করে। এরই মধ্যে আলোচিত একটি ঘটনার মিল দেখিয়ে সিরিজটির প্রচারণা শুরু হয়েছে। ‘মারকিউলিস’-এ অভিনয় করণে সাবিলা নূর, গিয়াসউদ্দিন সেলিম, জাকিয়া বারী মম, ফজলুর রহমান বাবু, রওনক হাসান, ইরেশ যাকের, রাশেদ অপু, শরীফ সিরাজ, সাবেরী আলম, আইশা খান, নাজিবা বাশার, পৌষালী অথৈ, মিলি বাশার, নাফিস আহমেদ, আফিয়া তাবাসসুম, মাজনুন মিজান, অশোক ব্যাপারী প্রমুখ।
মিশন হান্টডাউন, হইচই
সানি সানোয়ার ও ফয়সাল আহমেদ যৌথভাবে নির্মিত পুলিশি অ্যাকশন ধাঁচের সিরিজ। এটিএসের (অ্যান্টিটেররিস্ট স্কোয়াড) প্রধান মাহিদের গল্পের পাশাপাশি দেখানো হয় গ্রামের এক সাধারণ মেয়ে নীরার গল্প। সদ্য বিবাহিত স্বামী জিল্লুরকে খুঁজতে ঢাকায় আসে নীরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সাহায্য চায়, কিন্তু পুলিশ তাকে সাহায্য করতে অপারগতা প্রকাশ করে। এরই মধ্যে মাহিদের সঙ্গে নীরার পরিচয় হয়। তারা একসঙ্গে নীরার নিখোঁজ স্বামীকে খুঁজতে থাকে। সিরিজির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন এফ এস নাঈম ও বিদ্যা সিনহা মিম। আরও আছেন সুমিত সেনগুপ্ত, এ কে আজাদ সেতু। সিরিজটি মুক্তি পাবে ২৮ জুন।
রক্তজবা, আইস্ক্রিন
অবসরপ্রাপ্ত এক প্রধান শিক্ষকের কাছে একটি চিঠি আসে। যে চিঠি তাকে ফিরিয়ে নিয়ে যায় এক যুগ আগে। অতীত এবং চলমান ঘটনার মিশেলে একে একে উন্মোচিত হতে থাকে নানা রহস্য। এমন গল্প নিয়ে ‘কাঠবিড়ালি’ পরিচালক নিয়ামুল মুক্তার দ্বিতীয় সিনেমা ‘রক্তজবা’। শুরুতে প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও পরে সিদ্ধান্ত বদল হয়, আজই ওয়েব ফিল্মটি আইস্ক্রিনে মুক্তি পাচ্ছে। ‘রক্তজবা’র প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা ও শরিফুল রাজ। ছবিটিতে আরও আছেন লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, জয়িতা মহলানবিশ, অরিত্র আরিয়া প্রমুখ।
ইনফিনিটি ২, বিঞ্জ
তিন বছর আগের আলোচিত সিরিজের সিকুয়েল। প্রধান চরিত্রে আছেন শরিফুল রাজ। আরও আছেন আবদুন নূর সজল, মুমতাহিনা চৌধুরী টয়া, সাঞ্জু জন প্রমুখ।
নিকষ, দীপ্ত প্লে
রুবেল হাসানের প্রথম ওয়েব ফিল্ম ‘নিকষ’। সুলতানা ও লিজা দুই বোনকে ঘিরে থ্রিলার ছবিটির গল্প। ছোট বোন লাপাত্তা হওয়ার পর তাকে খুঁজতে বড় বোনের যাত্রা নিয়েই এগিয়েছে গল্প। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও মাখনুন মাহিমা।
হুলুস্থুল, বঙ্গ
ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা সাগর জাহান ওটিটিতে নিজের প্রথম সিরিজটি বানিয়েছেন কমেডি। ১৩ পর্বের সিরিজটির প্রতিটি পর্বের দৈর্ঘ্য ২৫ মিনিট। অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম, আরমান ও নাদিয়া নদী।
মার্ডার নাইনটিজ, আরটিভি প্লাস
৯০ দশকের একটা আলোচিত খুনের ঘটনাকে ঘিরে ওয়েব ফিল্ম। ছবিটিতে পুলিশি তদন্তের পাশাপাশি ওই সময়ের সামাজিক, পারিপার্শ্বিক অবস্থা ও সম্পর্কের দ্বন্দগুলো তুলে আনা হয়েছে। আবু হায়াত মাহমুদ পরিচালিত ছবিটিতে অভিনয় করেছেন খাইরুল বাসার, দীঘি, রুনা খান, সাজু খাদেম।