Select Page

কতটা জমলো ‘প্রিয়তমা’র টাইটেল ট্র্যাক?

কতটা জমলো ‘প্রিয়তমা’র টাইটেল ট্র্যাক?

অনেক দিন আলোচনায় নেই বালাম। ‘প্রিয়তমা’র সিনেমার টাইটেল ট্র্যাকের ঘোষণা তাকে খানিকটা আলোয় এনেছিল। কিন্তু গান প্রকাশ হতেই গুড়েবালি।

আবারও আকাশ সেন! বিশেষত্বহীন কথা-সুরের সঙ্গে এমন এক বালামকে পাওয়া গেল যার সিগনেচার ভয়েসটাই অনুপস্থিত। আর গায়িকা? আজকাল শাকিবের নায়িকা বদল হন, কিন্তু গায়িকা নন। তিনি হলেন কোনাল। তার গায়কী নিয়ে নতুন কিছু বলার নেই। যেমনটা শোনা যায় সাধারণত, তেমনটাই আছেন।

এর সঙ্গে দৃশ্যায়নও কোনো চমক জাগাতে পারেনি। একই লোকেশনে কোরিওগ্রাফির চমৎকারিত্ব ছাড়াই গানটির দৃশ্যায়ন হয়েছে। বোঝা গেছে, সময় স্বল্পতা কাকে বলে! তবে একমাত্র পাওয়া সিনেমার নায়িকা ইধিকা পালের উপস্থিতি। এর আগে একাধিক প্রচার উপকরণ প্রকাশ পেলেও তার পারফর্ম্যান্স ছিল না।

https://www.youtube.com/watch?v=VXDO1LQNx54

মঙ্গলবার (২৭ জুন) সন্ধ্যায় প্রকাশিত ‘ও প্রিয়তমা’ শিরোনামের এ গান লিখেছেন আসিফ ইকবাল।

‘প্রিয়তমা’ নির্মাণ করেছেন হিমেল আশরাফ। এতে শাকিব-ইধিকার সঙ্গে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, শহীদ উন নবী, এলিনা শাম্মী প্রমুখ। ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান।


Leave a reply