Select Page

ঈদুল ফিতরে গিয়াস উদ্দিন সেলিমের ‘পাপ-পূণ্য’

ঈদুল ফিতরে গিয়াস উদ্দিন সেলিমের ‘পাপ-পূণ্য’

ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে গিয়াস উদ্দিন সেলিমের তারকাবহুল সিনেমা ‘পাপ পুণ্য’। খবর চ্যানেল আই অনলাইন।

প্রযোজনা সংস্থা ইমপ্রেস টেলিফিল্মের উপদেষ্টা ও সিনেমাটির নির্বাহী প্রযোজক আবু শাহেদ ইমন বলেন, আগেই সিনেমাটির মুক্তির জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছিল, কিন্তু করোনার কারণে সম্ভব হয়নি। আসছে ঈদে বড় পর্দায় দর্শক সিনেমাটি উপভোগ করতে পারবেন।

চলচ্চিত্রের বর্তমান অবস্থা উত্তরণে যেমন সিনেমা দরকার ‘পাপ-পুণ্য’ তেমনই এক সিনেমা বলে মন্তব্য করেন ‘মনপুরা’ খ্যাত পরিচালক গিয়াস উদ্দিন সেলিম। তিনি জানান, মুক্তির অপেক্ষায় থাকা ‘পাপ-পুণ্য’ তার চতুর্থ সিনেমা হলেও লাভ ট্রিলজির প্রথম পার্ট ‘মনপুরা’ ও দ্বিতীয় পার্ট ‘স্বপ্নজাল’ এর পর এটি হতে যাচ্ছে তৃতীয় ও শেষ পার্ট।

‘পাপ-পুণ্য’ ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, আফসানা মিমি, ফজলুর রহমান বাবু, ফারজানা চুমকি, শাহনাজ সুমি, মামুনুর রশিদ, গাউসুল আলম শাওন প্রমুখ।

২০১৯ সালের আগস্টে শুরু হয়েছিল তারকাবহুল সিনেমা ‘পাপ-পুণ্য’র শুটিং। একটানা শুটিংয়ের মাধ্যমে মাত্র এক মাসেই শেষ হয় সিনেমাটির শুটিং। চলতি বছরের জানুয়ারিতে সেন্সর বোর্ডে জমা দেওয়ার পর বিনা কর্তনে ছাড়পত্র পায়, সেইসঙ্গে হয় প্রশংসিত।


Leave a reply