Select Page

চলচ্চিত্রের নামে যাত্রা-নাটক চান না তথ্যমন্ত্রী

চলচ্চিত্রের নামে যাত্রা-নাটক চান না তথ্যমন্ত্রী

Innu-tm‘আমি চলচ্চিত্রের লোক নই। তাই চলচ্চিত্রের সংজ্ঞা দিচ্ছি না। তবে চলচ্চিত্র যাত্রা নয় নাটকও নয়। চলচ্চিত্রের নামে যাত্রা বানাবেন না, নাটক বানাবেন না। চলচ্চিত্র সবচেয়ে শক্তিশালী শিল্প মাধ্যম। এটি সমাজ ও মানুষকে প্রভাবিত করে। সুতরাং এর মান অবশ্যই ধরে রাখতে হবে।’

বাংলাদেশ চলচ্চিত্র সংসদ আন্দোলনের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে সোমবার সন্ধ্যায় বাংলাদেশ চলচ্চিত্র সংসদ উন্নয়ন কর্পোরেশনের জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

দক্ষ জনশক্তি তৈরি উপর গুরুত্ব দিয়ে তিনি বলেন,  ‘এখন ‘নাম্বার ওয়ান শাকিব খান’ এর পিছনেই সব টাকা বিনিয়োগ হচ্ছে। কিন্তু ‘নাম্বার ওয়ান শাকিব খান’ দিয়ে চলচ্চিত্র সংকট থেকে মুক্তি পাওয়া যাবে না। গল্পকার, চিত্রনাট্যকার, সংলাপ রচিয়তার সম্মানী যথেষ্ট নয়। সজ্জাকার পয়সা পায় না। সংগীত পরিচালকেও গুরুত্ব দেয়া হচ্ছে। এ বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে দক্ষশক্তি তৈরি করতে পারলেই আজকের সংকট কেটে যাবে।’

চলচ্চিত্র নিয়ে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, ‘দেশে চারশ’র মতো সিনেমা হল। সেগুলোতে বসে সিনেমা দেখা যায় না। আমি জেনেছি একশ’ হলকে ডিজিটালাইজড করতে ত্রিশ কোটি টাকা হলেই তার উন্নয়ন করা সম্ভব। আপনারা এখানে যারা আছেন হল মালিকদের একত্রিত করেন। হল মালিকরা একত্রিত হয়ে গুচ্ছ গুচ্ছ আকারে আমাদের সঙ্গে বসলে আমরা তাদের সহযোগিতা করতে রাজি আছি।’

তৃতীয়পক্ষ উদ্যোগ নিলে এই বছরের ডিসেম্বরের মধ্যে একশ’ হলকে ডিজিটাল করা সম্ভব বলে মনে করেন তথ্যমন্ত্রী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নায়ক রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য সচিব মুর্তজা আমিন, চলচ্চিত্র পরিচালনা সমিতির সভাপতি শহিদুল ইসলাম খোকন, চলচ্চিত্র নির্মাতা আজিজুর রহমান।

সঞ্চলনা করেন চলচ্চিত্র নির্মাতা ও সংগঠক মোরশেদুল ইসলাম।

এতে আরো বক্তব্য দেন মানজারে হাসিন মুরাদ, চলচ্চিত্র পরিচালক সমিতির সচিব মুশফিকুর রহমান গুলজার, চলচ্চিত্রকার হারুনুর রশিদ, আব্দুস সালাম খোকন, সোহানুর রহমান সোহান, সি বি জামান প্রমুখ।

সুত্র: বিডি নিউজ ২৪.কম


মন্তব্য করুন