Select Page

ঈদের তিন সিনেমায় শহীদুজ্জামান সেলিম, কোনটি দেখবেন আগে?

ঈদের তিন সিনেমায় শহীদুজ্জামান সেলিম, কোনটি দেখবেন আগে?

সিনেমায় সাম্প্রতিক বছরে শহীদুজ্জামান সেলিমের ব্যস্ততা বেড়েছে। এখনো সেই অর্থে নজর কাড়তে না পারলেও নির্মাতারা যে তার ওপর আস্থা রাখছেন, ছবির সংখ্যা থেকে বোঝা যাচ্ছে। যেমন এবারের ঈদুল ফিতরে তার অভিনীত তিনটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে।

ঈদে মুক্তির তালিকায় রয়েছে তারকা বহুল বেশ কয়েকটি সিনেমা। তার মধ্যে প্রথমেই আসবে মেহেদি হাসান হৃদয় পরিচালিত ও  শাকিব খান অভিনীত ‘বরবাদের’ নাম। এ সিনেমায় আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন সেলিম। তিনি আরো আছেন সিয়াম আহমেদ, শবনম বুবলী ও প্রার্থনা ফারদিন দীঘি অভিনীত ‘জংলি’ সিনেমায়, এটি পরিচালনা করেছেন এম রাহিম। এখানে শহীদুজ্জামান সেলিমের চরিত্রটি সিনেমার টার্নিং পয়েন্ট বলে জানিয়েছেন পরিচালক।

শোনা যাচ্ছে, ঈদে সেলিমকে অন্য সিনেমা দুটির তুলনায় বেশি গুরুত্ব দিয়ে দেখানো হবে শিহাব শাহীন পরিচালিত ও আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমায়। যেখানে তিনি ভিলেন চরিত্রে অভিনয় করেছেন এবং যার একটি নৃশংস রূপ এরই মধ্যে প্রকাশ হয়েছে।

তিন সিনেমার মধ্যে কোনটি শহীদুজ্জামান সেলিম আগে দেখবেন-এমন প্রশ্নে সম্প্রতি এ অভিনেতা বলেন, “এভাবে বলা সত্যিই কঠিন। তাও বলতেই হলে বলব সবার আগে দেখব ‘দাগি’। কারণ এতে আমার চরিত্রটি অনেক চ্যালেঞ্জিং। ভাষাটা ঠিক বাংলা না!! এরপর দেখব ‘জংলি’। কারণ পরিচালকের সাথে এর আগে আমার কাজ হয়নি, তাই দেখার ইচ্ছা কাজটা কেমন হলো। সবার শেষে দেখব ‘বরবাদ’। কারণ শাকিবের সাথে আমার এত এত কাজ হয়েছে; সেই ‘দেবদাস’, ‘নবাব এলএলবি’ থেকে আর অনেকবার তার বিপক্ষে ভিলেন ছিলাম। আর ‘বরবাদ’ এমনিতেই সফল হবে। সবাই দেখবে এটা জানিই। তাই সবার শেষে দেখব।”

এক সময় ঈদের বেশির ভাগ সিনেমায় ভিলেন হিসেবে দেখা যেতো শহীদুজ্জামান সেলিমকে। এখন পুরোপুরি ভিলেন না হলেও ভিন্ন ধরনের চরিত্রে একই সময়ে তাকে দেখা যাচ্ছে। এর আগে ২০২৩ সালে প্রথমবার এক ঈদে তার ‘প্রিয়তমা’, ‘সুড়ঙ্গ’ ও ‘লাল শাড়ি’ শিরোনামে তিনটি সিনেমা মুক্তি পায়।


Leave a reply