Select Page

নায়ক-পরিচালক নিয়ে অপু বিশ্বাসের দুই খবর

নায়ক-পরিচালক নিয়ে অপু বিশ্বাসের দুই খবর

নায়িকা থেকে প্রযোজক বনে গেছেন অপু বিশ্বাস। তাই তার ব্যস্ততাও এখন আগের চেয়ে আলাদা। তার অপু-জয় প্রোডাকশন হাউস ২০২১-২২ অর্থবছরে ‘লাল শাড়ি’ ছবির জন্য সরকারের অনুদান পেয়েছে। এ ছবির নায়কের নাম প্রকাশ হয়েছে, পাশাপাশি নতুন একটি ছবিতে যুক্ত হওয়ার কথা শোনা যাচ্ছে।

‘লাল শাড়ি’তে অপু বিশ্বাস নিজেও অভিনয় করবেন। তার বিপরীতে যুক্ত হলেন সাইমন সাদিক। ১২ সেপ্টেম্বর রাতে ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন সাইমন। এবারই প্রথম দুজন পর্দা ভাগাভাগি করবেন।

চুক্তির বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে ছবির পরিচালক বন্ধন বিশ্বাস বলেন, ‘আমরা যখন চিত্রনাট্যটি অনুদানের জন্য জমা দিয়েছিলাম, তখনই সাইমনের নাম আবেদনে রাখা হয়েছিল। ছবির গল্পের কারণে সাইমনকে ডিমান্ড করে। চরিত্রটি ভালো মানাবে সাইমনকে।’

ছবিতে অপু বিশ্বাসের চরিত্রের নাম শ্রাবণী। একজন তাঁতশ্রমিকের মেয়ে। আর সাইমনের নাম রাজু। একজন তাঁতশ্রমিক।

আমাদের দেশে একসময় তাঁতশিল্প দারুণ সমৃদ্ধ ছিল। সেই শিল্প দিন দিন হারিয়ে যাচ্ছে। সেই বিষয়টিকে গল্পে উপজীব্য করেই ছবির কাহিনি তৈরি হয়েছে। এর কাহিনি ও সংলাপ লিখেছেন তানভির সিডনি। চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই। আগামী ১ নভেম্বর থেকে টাঙ্গাইল অথবা মানিকগঞ্জে ছবির শুটিং শুরু হবে।

অন্যদিকে সোহেল আরমান পরিচালিত একটি সিনেমায় দেখা যেতে পারে অপু বিশ্বাসকে। এমন একটি পরিকল্পনা চলছে বলে জানালেন নির্মাতা নিজেই।

সোহেল আরমান নিউজবাংলাকে বলেন, ‘এ বিষয় নিয়ে অপু বিশ্বাস ও বিপ্লব সাহা ভালো বলতে পারবেন। তারা একটি সিনেমার পরিকল্পনা করছেন। সেখানে আমাকে পরিচালক হিসেবে কাজ করার আমন্ত্রণ জানানো হয়েছে।’

সোহেল আরও বলেন, ‘আমি খুবই সম্মানিত যে, তারা আমাকে পরিচালনা করার জন্য বলেছেন। কাজটি করতে আরও সময় লাগবে। কারণ এখনও স্ক্রিপ্ট রেডি না।’

মঙ্গলবার ফেসবুকে একটি পোস্ট করেন দেশের নামকরা ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা। সেখানে সোহেল আরমান এবং অপু বিশ্বাসের একটি ছবি দিয়ে তিনি লেখেন, ‘সাত বছর পর একসঙ্গে অপু বিশ্বাস এবং সোহেল আরমান’।

এ বিষয়ে বিপ্লব সাহা বলেন, ‘অনেকদিন পর তাদের দেখা হলো তাই ছবিটি দিয়েছি। আর সিনেমার একটি প্রাথমিক আলোচনা হয়েছে। সেটা একদম ভাবনা পর্যায়ে। কত জনই কত কিছু ভাবে। দেখা যাক এটি নিয়ে আগানো যায় কি না।’

এর আগে শাকিব খান ও বিন্দুকে নিয়ে সোহেল আরমান তৈরি করেছেন ‘এই তো প্রেম’ নামের ছবি। এ ছাড়া ‘ভ্রমর’ নামে আরেকটি ছবি শুরু করলেও শেষ করতে পারেননি।


মন্তব্য করুন