ঈদে আসছে ডিপজল-মৌসুমীর ‘সৌভাগ্য’
মিশন এক্সট্রিম, শান বা অন্তরাত্মা— মুক্তির ঘোষণা দিয়েও পিছিয়ে যেতে হয়েছে করোনা পরিস্থিতিতে। এবার নানা অনিশ্চয়তার মধ্যেও ঈদে দুটি ছবি মুক্তির জন্য রাজি হয়েছেন সংশ্লিষ্ট প্রযোজকরা। উল্লখযোগ্য ছবিটি হলো ৯ বছর আগের নির্মিত ডিপজল প্রযোজিত ‘সৌভাগ্য’, তার বিপরীতে আছেন মৌসুমী। এ খবর দিয়েছে বাংলাদেশ প্রতিদিন।
ইতিমধ্যে ডিপজলের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে সিনেমাটির ট্রেলার। শোনা যাচ্ছে, এই ঈদের সিনেমা হলে আসলে ঈদুল আজহায় প্রিমিয়ার হবে ‘সৌভাগ্য’র।
চলতি বছর দেশে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় মানুষের জীবন রক্ষায় সরকার লকডাউন ঘোষণা করে। সিনেমা হল বন্ধ এবারের লকডাউনের আওতায় না থাকলেও ছবি ও দর্শক অনিশ্চয়তায় হল মালিকরা লোকসানের ভার না বাড়াতে সিনেমা হল বন্ধ রাখেন। শেষবারের মতো লকডাউনের সময় বেড়েছে ১৬ মে পর্যন্ত। ঈদ হতে পারে ১৩ অথবা ১৪ মে। তাই সিনেমা হল মালিকদের অনুরোধ সত্ত্বেও এই লকডাউনে লোকসানের ভয়ে নির্মাতারা ঈদে ছবি মুক্তি দিতে কোনোভাবেই রাজি হননি।
প্রযোজকদের এই সিদ্ধান্তে চলচ্চিত্র ও সিনেমা হল ব্যবসার প্রধান মৌসুম ঈদে ছবি চালাতে পারছেন না বলে চরম হতাশ হয়ে পড়েন। কারণ ছবি না চললে টাকা আসবে কোথায় থেকে। টাকা না পেলে সিনেমা হলের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য খরচ কীভাবে বহন করা যাবে। এ কারণে প্রদর্শকরা ছবি দেওয়ার জন্য অনুরোধ জানাতে থাকেন প্রযোজকদের। অবশেষে প্রযোজক ডিপজল এবং প্রযোজক সিমি ইসলাম তাঁদের দুটি ছবি মুক্তি দিতে রাজি হন।
ছবি দুটি হলো ডিপজল প্রযোজিত ও এফ আই মানিক পরিচালিত ‘সৌভাগ্য’। এতে অভিনয় করেছেন ডিপজল, মৌসুমী, কাজী মারুফ, তমা মির্জা ও হাসান মাসুদ। অন্যটি হলো সিমি ইসলাম প্রযোজিত ও অভিনীত ‘নারীর শক্তি’। এদিকে ঈদে সিনেমা হলে ছবি দিতে রাজি হওয়ায় অনেক প্রদর্শকই দুই প্রযোজককে সাধুবাদ জানান।
জবাবে ডিপজল বলেন, আমি সিনেমার মানুষ। ছবির অভাবে হল বন্ধের বিষয়টি আমি মেনে নিতে পারছি না। ব্যবসায়িক ঝুঁকির কথা জেনেও চলচ্চিত্র শিল্পকে ভালোবাসি বলে আমার এই বিগ বাজেটের ছবিটি মুক্তি দিতে রাজি হলাম।
এ দিকে প্রদর্শক সমিতির সভাপতি কাজী শোয়েব রশিদ বলেন, সরকার হল বন্ধ রাখার বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি এখনো। তা ছাড়া হলে বরাবরই রোজা ও কোরবানির ঈদে ব্যবসা হয়। তাই আমরা প্রযোজক ও নির্মাতাদের কাছে ছবি চেয়েছিলাম। ‘সৌভাগ্য’ ছবির প্রযোজক ডিপজল তাঁর ছবি মুক্তি দিতে রাজি হয়েছেন। এতে তিনি বেশকিছু সিনেমা হল বন্ধের হাত থেকে রক্ষা করলেন। প্রদর্শক সমিতির পক্ষ থেকে তাঁকে ধন্যবাদ জানাই। প্রদর্শক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে এ পর্যন্ত প্রায় তিন ডজন সিনেমা হলে ‘সৌভাগ্য’ মুক্তির বিষয়টি চূড়ান্ত হয়েছে। ঈদের আগের দু-এক দিন সময়ে সৌভাগ্য দিয়ে সিনেমা হল খোলার সংখ্যা আরও বাড়বে। পাশাপাশি বেশ কটি হলে ‘নারীর শক্তি’ ছবিটিও মুক্তি পাবে।