ঈদে এটিএন বাংলায় ৬ সিনেমা
প্রতিবারের মতো এটিএন বাংলা ৬ দিনব্যাপী ঈদুল ফিতরের বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে। ৬টি পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি প্রচার হবে প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে।
ঈদের দিন প্রচার হবে ‘জান আমার জান’ প্রচার হবে। এম বি মানিক পরিচালিত এ ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, উজ্জ্বল, সুচরিতা, আদিল, মিশা সওদাগর প্রমুখ।
পরের দিন প্রচার হবে ‘পুত্র এখন পয়সাওয়ালা’। ড. মাহফুজুর রহমানের কাহিনি অবলম্বনে চলচ্চিত্রটির চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করেছেন নারগিস আক্তার। অভিনয় করেছেন- ববিতা, ফারাহ রুমা, ওমার আয়াজ অনি, শায়না, ইমন, মিশা সওদাগর, নতুন, কাবিলা প্রমুখ।
তৃতীয়দিন প্রচার হবে ‘সর্বনাশা ইয়াবা’। কাজী হায়াৎ পরিচালিত এ ছবিতে অভিনয় করেছেন কাজী মারুফ, প্রসূন আজাদ, শাহলা ইসলাম, তমা, মেহমুদ, গুলশানা আরা, জিয়া ভিমরুল, হাবিব খান আশরাফ প্রমুখ।
চতুর্থদিন প্রচার হবে ছায়াছবি ‘বৃহন্নলা’। ‘ফিল্মহকার’ ও ‘এটিএন বাংলা’র যৌথ প্রযোজনায় ছবিটির মূল দুটি চরিত্রে অভিনয় করেছেন সোহানা সাবা এবং ফেরদৌস। মুরাদ পারভেজের পরিচালনায় আরও অভিনয় করেছেন- আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, দিলারা জামান, ড. এনামুল হক, ঝুনা চৌধুরী, কেএস ফিরোজ ও মানস বন্দ্যোপাধ্যায়।
পঞ্চমদিন প্রচার হবে ‘হায় প্রেম হায় ভালবাসা’। নজরুল ইসলাম খানের পরিচালনায় অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, সুচরিতা, আলীরাজ, মিশা সওদাগর, মিজু আহমেদ প্রমুখ।
ষষ্ঠদিন প্রচার হবে ‘ডেয়ারিং লাভার’। বদিউল আলম খোকন পরিচালিত এ ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস ও মিশা সওদাগর প্রমুখ।