ঈদে ছোট পর্দায় বড় পর্দার তারকারা
বড় পর্দার তারকাদের সচরাচর ছোট পর্দা দেখা যায় না। তবে ঈদের অনুষ্ঠানে বিশেষ করে নাটকে তাদের চাহিদা আকাশচুম্বী। এইবারের ঈদেও তার ব্যতিক্রম হয়নি।
দেখে নেয়া যাক কোন তারকাকে কোন নাটকে দেখা যাচ্ছে।
রাজ্জাক ও নাসিমা খান অভিনয় করেছেন ‘চেনা হয়ে যায় অচেনা’ শিরোনামের একটি টেলিফিল্মে। এতে সম্রাটও আছেন। নায়করাজ অভিনীত ঈদের আরেকটি টেলিফিল্ম হচ্ছে ‘বাবার ডায়েরি’। এতেও সম্রাটকে পাওয়া যাবে। দুটি টেলিফিল্মই পরিচালনা করেছেন রাজ্জাক। প্রথমটি চ্যানেল আইতে প্রচারের কথা রয়েছে। রাজ্জাক অভিনীত ‘নিঃস্বার্থ ভালোবাসা ‘ চলচ্চিত্রটিও ঈদে মুক্তি পাচ্ছে।
এদিকে সম্রাট পরিচালিত ‘বাহাদুর’ শিরোনামের একটি টেলিফিল্মও ঈদে প্রচার হবে। এতে অভিনয় করেছেন সম্রাট ও জুঁই। তাছাড়া নায়করাজ পরিচালিত সম্রাট অভিনীত ‘আয়না কাহিনী‘ চলচ্চিত্রটিও ঈদে মুক্তির কথা রয়েছে।
মৌসুমী ও ওমর সানি একাধিক টেলিফিল্ম নিয়ে ছোট পর্দায় আসছেন ঈদে। এগুলোর মধ্যে একটি হচ্ছে ‘আমি নায়কের বন্ধু’। এটি এসএ টিভিতে প্রচার হবে।
পপি ও আমিন খান জুটি হয়ে অভিনয় করেছেন ‘নবনীতা তোমার জন্য’ শিরোনামের ঈদের জন্য নির্মিত টেলিফিল্মে। এছাড়া চঞ্চল চৌধুরীর সঙ্গে জুটি হয়ে পপি অভিনয় করেছেন ‘আমি ভালোবাসিনী’ শিরোনামের ঈদের টেলিফিল্মে। পপি অভিনীত ঈদের আরেকটি টেলিফিল্ম হচ্ছে ‘ওম শুভ’।
‘নবনীতা তোমার জন্য’ ছাড়াও আমিন খান বেশ কয়েকটি ঈদের টেলিফিল্ম ও নাটকে কাজ করেছেন। এগুলো হচ্ছে ‘বৃষ্টি থামার পর’, ‘ঢাকা মেট্রো’, ‘সেই তুমি এলে’, ‘নিশিগন্ধা’, ‘সময়ের ভালোবাসা অসময়ে বাসো কেনো’, ‘একটি রাত ও একটি অশরীরী আত্দা’, ‘জামাই ঘর’ এবং ‘ফাঁদ’।
বড় পর্দার অন্য দুই অভিনেত্রী পূর্ণিমা ও নিপুণ বরাবরের মতো এবারের ঈদেও ছোট পর্দায় টেলিফিল্ম ও নাটক নিয়ে হাজির হচ্ছেন। দুজনের কমপক্ষে দুটি করে নাটক ঈদে প্রচার হবে। তবে এখন পর্যন্ত এগুলোর নাম চূড়ান্ত হয়নি।
ঈদে টেলিফিল্ম, নাটক ছাড়াও বড় পর্দার বেশ কজন অভিনয় শিল্পী ছোট পর্দায় ম্যাগাজিন অনুষ্ঠান ও আনন্দ আয়োজনে উপস্থিত হবেন।
সুত্র: বাংলাদেশ প্রতিদিন