Select Page

ঈদে দুই ছবি মুক্তি দিয়ে ফর্মে ফিরতে চায় জাজ মাল্টিমিডিয়া

ঈদে দুই ছবি মুক্তি দিয়ে ফর্মে ফিরতে চায় জাজ মাল্টিমিডিয়া

আর্থিক কেলেঙ্কারি নিয়ে পলাতক কর্ণধার ও করোনা মিলিয়ে কয়েক বছর ধরে গুটিয়ে আছে জাজ মাল্টিমিডিয়া। মাঝে মাঝে সোশ্যাল মিডিয়া নানা ধরনের খবর ও মন্তব্যে সরগরম রাখলেও সাম্প্রতিক সময়ে বিদেশে মুক্তি পাওয়া ‘শনিবার বিকেল’ ছাড়া তেমন কোনো অর্জন নেই প্রতিষ্ঠানটি।

এবারের ঈদুল ফিতরে দুটি ছবি মুক্তির ঘোষণা দিয়েছে জাজ। ধারণা করা হচ্ছে, সুবিধাজনক সময়ে ফর্মে ফেরার তোড়জোর করছে।

সম্প্রতি নাদের চৌধুরীর ‘জ্বীন’ ও সৈকত নাসিরের ‘পাপ’ ছবি দুটির প্রচার-প্রচারণাও শুরু করেছে প্রতিষ্ঠানটি। এর মাঝে বেশ কয়েকবার ‘জ্বীন’ মুক্তির খবর শোনা যায়। তবে ‘পাপ’ সেন্সর ছাড়পত্র পেয়েছে সম্প্রতি।

‌হরর ঘরানার ‘জ্বীন’ ছবিতে অভিনয় করেছেন আব্দুন নূর সজল, রোশান ও পূজা চেরি। ‘পাপ’-এও আছেন রোশান। সঙ্গে আছেন ইয়ামিন হক ববি, জাকিয়া মাহা, আমান রেজা, আরিয়ানাসহ অনেকে।

জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ কালের কণ্ঠ বলেন, “আমরা আগেও ঈদে দুটি ছবি মুক্তি দিয়েছি। অন্য ছবিগুলোর সঙ্গে প্রতিযোগিতা করে আমাদের ছবিই সেরা হয়েছে। দর্শককে নতুন কিছু দেওয়ার জন্যই ‘জ্বীন’ নির্মাণ করেছি। অন্যদিকে ‘পাপ’ থ্রিলার ঘরানার ছবি। আমার অভিজ্ঞতায় মনে হচ্ছে দর্শক দুটি ছবিই পছন্দ করবেন।”

এর আগে দুই ঈদে শাকিব খান ও জিতের ছবি একইসঙ্গে মুক্তি দিয়ে নজির স্থাপন করে জাজ মাল্টিমিডিয়া। তখন তারা দাবি করে দুই ছবিই হিট।

বর্তমানে জাজের আলোচিত প্রজেক্টের মধ্যে রয়েছে কাজী আনোয়ার হোসেনের ‘মাসুদ রানা’ সিরিজ অবলম্বনে দুই ছবি।


Leave a reply