Select Page

গতবার ছিলেন প্রতিযোগী, এবার বিচারক হয়ে মস্কোয় যুবরাজ শামীম

গতবার ছিলেন প্রতিযোগী, এবার বিচারক হয়ে মস্কোয় যুবরাজ শামীম

গত বছর ৪৪তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে অংশ নিয়ে যুবরাজ শামীমের ‘আদিম’ জিতে নেয় ‘স্পেশাল জুরি অ্যাওয়ার্ড’ ও ‘নেটপ্যাক সম্মাননা’। আর বছর ঘুরতেই সেই উৎসবে বিচারক হিসেবে আমন্ত্রণ পেয়েছেন নির্মাতা।

পৃথিবীর অন্যতম প্রাচীন চলচ্চিত্র উৎসবগুলোর একটি মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সেখান থেকে গতকাল বুধবার (১৫ মার্চ) রাতে ইমেইল যোগে আমন্ত্রণপত্র পান যুবরাজ শামীম।

উৎসবে প্রতিযোগিতা বিভাগে থাকা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলোর বিচারক প্যানেলে যুবরাজ শামীমকে রাখা হয়েছে।

বিষয়টি নিয়ে নির্মাতা বলেন, এমন সম্মানজনক আসরে বিচারকের দায়িত্ব পাওয়া নিশ্চয় গর্বের। ৪৫তম মস্কো চলচ্চিত্র উৎসব আয়োজকরা এমন দায়িত্বের জন্য আমাকে বেছে নিয়েছেন, এটা ভেবে আনন্দ পাচ্ছি। আশা করি আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনে সর্বোচ্চ সচেষ্ট থাকবো।

যুবরাজ জানান, গত বছর পুরস্কার আগস্টে শুরু হলেও এ বছর ২০ এপ্রিল শুরু হচ্ছে, চলবে ২৭ এপ্রিল পর্যন্ত। আর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলোর প্রদর্শনী ২৫ ও ২৬ এপ্রিল। তিনি মস্কো পৌঁছাবেন ২৪ এপ্রিল।

এদিকে আগামী ১২ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘আদিম’। বর্তমানে চলছে প্রচারণা।


মন্তব্য করুন