Select Page

উত্তম কুমারের শহরে ভালো নেই ‘তুফান’, আমেরিকায় বাজিমাত

উত্তম কুমারের শহরে ভালো নেই ‘তুফান’, আমেরিকায় বাজিমাত

উত্তম কুমারের শহরে বাংলা ছবি কেন চলবে না? এ প্রশ্ন তুলেও কলকাতায় সুবিধা করতে পারছে না শাকিব খান অভিনীত সিনেমা ‌‘তুফান’। কারণ এটাই, এখনো বাংলাদেশির বাইরে বাংলাদেশের সিনেমার বাজার দাঁড়ায়নি। তবে ফ্রি হলে কলকাতায় অন্য চিত্র দেখাও যেতে পারে!

শুধু বাংলাদেশ নয়, দুবাই, বাহরাইন, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, সিঙ্গাপুরসহ বেশকিছু দেশ যেখানে বাংলাদেশিরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন সেখানে ভালো প্রতিক্রিয়া এই ছবি নিয়ে।

গত ৫ জুলাই ভারতে মুক্তি পেয়েছে ‘তুফান’। সিনেমার বাণিজ্য সংক্রান্ত ভারতীয় সাইট স্যাকনিল্ক ডটকমের তথ্যানুসারে, মুক্তির প্রথম পাঁচ দিনে ভারতে তুফান’র ব্যবসা মাত্র ৭ লাখ রুপি। প্রথম দিন সিনেমাটি ২ লাখ রুপির ব্যবসা করেছিল। পঞ্চম দিনে ছিল ১ লাখের ঘরে। সব মিলিয়ে বাংলাদেশি মুদ্রায় ১০ টাকার মতো!

তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো পরিসংখ্যান প্রকাশ করেননি তুফান টিম।

পরিচালক রায়হান রাফী আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘তুফান বড় বাজেটের ছবি। বাংলাদেশে ১০-১৫ দিনের মধ্যে সেই টাকা আমরা ফিরে পেয়েছি। অসাধারণ ঘটনা। তার মানে, বাণিজ্যিক ছবির চাহিদা এখনও রয়েছে।’ পশ্চিমবঙ্গে তুফান ঝড় না ওঠা প্রসঙ্গে তাঁর সাফাই, ‘হাওয়া’র পর ‘সুড়ঙ্গ’-এর ক্ষেত্রে একটু ভাল ব্যবসা করেছে (বাংলাদেশের ছবি)। ‘তুফান’-এ সেটা আরও একটু ভাল হয়েছে। আমার বিশ্বাস, আগামী দিনে বাংলাদেশের ছবি পশ্চিমবঙ্গে আরও বেশি সংখ্যক দর্শককে আকর্ষণ করবে।’ 

অন্যদিকে ২৮ জুন যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে ‘তুফান’। তৃতীয় সপ্তাহেও দেশটিতে প্রায় ৩০টির মতো পর্দায় দেখা যাবে। সে হিসেব থেকে বোঝা যায়, একাধিক হলিউড ও ভারতীয় সিনেমার ভিড়ে ভালোই করছে ‘তুফান’।


মন্তব্য করুন