উত্তর আমেরিকার রেকর্ড সংখ্যক হলে ‘হাওয়া’ ঝড়
দেশের প্রেক্ষাগৃহে এখনো ঝড়ের গতিতে চলছে মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’। এবার দুর্দান্ত গতি নিয়ে যাচ্ছে উত্তর আমেরিকার বাঙালিদের কাছে। সে খবর কয়েকদিন আগেই জানা গেছে। নতুন বিষয়টি হলো, এ যাবত বাংলাদেশি সিনেমার মধ্যে সবচেয়ে বেশি শো পাচ্ছে চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ ও নাজিফা তুষির ছবিটি।
উত্তর আমেরিকার কোনো বড় সিনেমা চেইন কানাডার দ্বিতীয় বৃহত্তম সিনেমা চেইন ল্যান্ডমার্ক সিনেমাস নিজেরা উদ্যোগী হয়ে তাদের ২টি থিয়েটারে ‘হাওয়া’ চালানোর জন্য পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রোকে খুঁজে বের করেছে। মূলত বাংলাদেশের একটি ইংরেজি দৈনিকের ‘হাওয়া’ সিনেমা নিয়ে মানুষের উন্মাদনার উপর করা একটা রিপোর্ট ল্যান্ডমার্কের নজরে আসে। তারপর যখন তারা দেখে, বাংলাদেশের সিনেমা কানাডায় নিয়মিত থিয়েট্রিক্যালি রিলিজ হয়, তারা আর বসে থাকেনি। ‘হাওয়া’র জন্য তারা ‘স্বপ্ন স্কেয়ারক্রোকে খুঁজে পেতে এমনকি কানাডার একটি আঞ্চলিক সরকারের দ্বারস্থ হয়।
এ ছাড়া প্রথমবারের মত বাংলাদেশের কোনো সিনেমার অগ্রিম টিকেট মুক্তির এক সপ্তাহ আগে থেকে বিক্রি করা শুরু করেছে দুটি সিনেমা চেইন। কানাডার প্রধান সিনেমা চেইন ‘সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্ট’ ও যুক্তরাষ্ট্রের ‘জ্যামাইকা মাল্টিপ্লেক্স সিনেমাস’ ২৫ আগস্ট রাত থেকেই বিক্রি করছে ‘হাওয়া’র টিকেট। থিয়েটার চেইনগুলি এমনটা সাধারণত করে খুব হাইপওয়ালা হলিউড/ইন্ডিয়ান সিনেমার বেলায়।
‘স্বপ্ন স্কেয়ারক্রো’ প্রধান মো. অলিউল্লাহ সজীব বলেন, ‘কানাডা ও আমেরিকার বাংলাদেশের সিনেমার দর্শকদের সিনেমাটির প্রতি বেশ ভাল আগ্রহ দেখা যাচ্ছে। সাতদিন আগেই মাল্টিপ্লেক্সগুলোর ‘হাওয়া’র টিকেট বিক্রি শুরু করা আমাদের সিনেমার জন্য অভূতপূর্ব ও দারুণ গৌরবের বিষয়। মানুষজন ইতোমধ্যে টিকেট কেনা শুরুও করে দিয়েছে। আমাদের পরিবেশনায় ১৮ নম্বর সিনেমায় উত্তর আমেরিকার বক্স অফিসে একটি দারুণ কিছুর পূর্বাভাস পাওয়া যাচ্ছে যা আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের সিনেমাকে এক ধাক্কায় অনেক উপরে নিয়ে যেতে পারে।’
সব মিলিয়ে ২ সেপ্টেম্বর একযোগে কানাডা ও আমেরিকার বাংলাদেশী সিনেমার জন্য রেকর্ড ১১৭টি থিয়েটারে মুক্তি পেতে যাচ্ছে। এর আগে ৯১টি থিয়েটারে (কানাডা ৭, আমেরিকা ৮৪) একযোগে মুক্তি পেয়ে সর্বাধিক থিয়েটারে মুক্তির রেকর্ড গড়েছিল ‘পাপ পুণ্য’।
‘হাওয়া’র স্ক্রিন কাউন্ট: মোট স্ক্রিন (থিয়েটার): ১১৭ (কানাডা ১৩, আমেরিকা ১০৪)
AMC (পৃথিবীর সবচেয়ে বড় সিনেমা চেইন): ২৫
Regal/Cineworld (পৃথিবীর ২য় বৃহত্তম সিনেমা চেইন): ৪০
Cinemark (পৃথিবীর ৩য় বৃহত্তম সিনেমা চেইন): ৩৪
Cineplex (কানাডার বৃহত্তম, পৃথিবীর ৮ম বৃহত্তম সিনেমা চেইন): ১১
Harkins (আমেরিকার অন্যতম বড় সিনেমা চেইন): ৪
Landmark (কানাডার ২য় বৃহত্তম সিনেমা চেইন): ২
Showcase (আমেরিকার অন্যতম বড় সিনেমা চেইন): ১
এ ছাড়া সম্প্রতি অস্ট্রেলিয়ায় মুক্তি পেয়ে ভালো সাড়া পেয়েছে ‘হাওয়া’।