Select Page

উপভোগ করার মতো ছবি ‘লিপস্টিক’

উপভোগ করার মতো ছবি ‘লিপস্টিক’

 ‘লিপস্টিক‘ এনজয় করার ছবি। ছবির পরিচালক কামরুজ্জামান রুমানের নামটা নতুনই মনে হচ্ছে। নতুন হিসেবে তার পরিচালনা কমার্শিয়াল ছবির জন্য ঠিকঠাক।

ছবির গল্প একজন ফিল্মস্টারের ব্যক্তিজীবন এবং রহস্যজনক কিছু খুনকে কেন্দ্র করে এগিয়েছে। এর মধ্যে গ্রাম-শহর প্রেক্ষাপট মিলিয়ে গল্পটিকে দাঁড় করানো হয়েছে। শেষে গিয়ে পরিষ্কার হয় খুনির পরিচয়।

পুরো ছবিতে পরিচালনার কাজকে যদি মার্ক করা হয় তবে খুনের সময়কার বিজিএম দুর্দান্ত ছিল। এমন বিজিএম আজকালকার ছবিতে কমই দেখা যায়, অনেকটাই আনকমন। সবচেয়ে নেতিবাচক দিক ছিল সিলি কমেডি যার কোনো প্রয়োজন ছিল না ছবিতে, এটি ছবিটির ক্ষতি করেছে।

পূজা চেরি ও আদর আজাদের সমান স্ক্রিনটাইম ছিল এবং দুজনের চরিত্রেই বৈচিত্র্য আছে। পূজার ‘বেসামাল’ আইটেম সং ছবিতে তার পারফরম্যান্সকে বাড়তি কিছু দিয়েছে, এছাড়া আদর-পূজার ‘নিন্দুকে’ গানটি সুন্দর ছিল।

শহীদুজ্জামান সেলিম নিঃসন্দেহে অসাধারণ অভিনেতা কিন্তু গোয়েন্দা পুলিশের চরিত্রে অতটা স্বচ্ছন্দ লাগেনি বিশেষ করে তাকে দিয়ে সিলি কমেডি করানোটা উচিত হয়নি। মিশা সওদাগর আর দশটি ছবির মতোই ভিলেন ছিল এ ছবিতে। বাদবাকি চরিত্রগুলো নিয়মরক্ষার মতোই ছিল।

সব মিলিয়ে ‘লিপস্টিক’ মাসালা কমার্শিয়াল ছবি হিসেবে এনজয় করার মতো ছবি হয়েছে।

রেটিং – ৬/১০


About The Author

বাংলাদেশের চলচ্চিত্র গত শতকে যেভাবে সমৃদ্ধ ছিল সেই সমৃদ্ধির দিকে আবারও যেতে প্রতিদিনই স্বপ্ন দেখি। সেকালের সিনেমা থেকে গ্রহণ বর্জন করে আগামী দিনের চলচ্চিত্রের প্ল্যাটফর্ম গড়ে উঠুক। আমি প্রথমত একজন চলচ্চিত্র দর্শক তারপর সমালোচক হিশেবে প্রতিষ্ঠিত হবার স্বপ্ন দেখি। দেশের সিনেমার সোনালি দিনের উৎকর্ষ জানাতে গবেষণামূলক কাজ করে আগামী প্রজন্মকে দেশের সিনেমাপ্রেমী করার সাধনা করে যেতে চাই।

Leave a reply