একদিনে দুই ‘প্রীতিলতা’
ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে আত্মাহুতিদানকারী প্রথম নারী শহীদ প্রীতিলতাকে ঘিরে কাছাকাছি সময়ে দুটি ছবি নির্মাণ হচ্ছে। একটি বেসরকারি উদ্যোগে, অন্যটি সরকারি। দুটি ছবির মূল তারকার নাম চূড়ান্তভাবে জানা গেল বৃহস্পতিবার।
বেসরকারি উদ্যোগের ছবিটিতে প্রীতিলতা চরিত্রে অভিনয় করছেন পরী মনি। আর দুপুর নাগাদ নিশ্চিত হওয়া গেল সরকারি অনুদানের ছবিতে ওই চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা। আর এতে বিপ্লবী রামকৃষ্ণ বিশ্বাস চরিত্রে মনোজ প্রামাণিককে দেখা যাবে।
২৪ সেপ্টেম্বর বেলা ১২টার দিকে বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরে ছবিটির মহরত অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ অবলম্বনে অনুদানের এই ছবিটি নির্মাণ হচ্ছে। চলচ্চিত্রটি প্রযোজনা ও পরিচালনা করছেন প্রদীপ ঘোষ।
মহরত অনুষ্ঠানে সেলিনা হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীন আখতার।
প্রদীপ বলেন, ‘স্বদেশের স্বাধীনতার জন্য বর্তমান বাংলাদেশের চট্টগ্রামের বিপ্লবীদের যে বিস্ময়কর ও সাহসিকতাপূর্ণ অভ্যুত্থান ঘটেছিল, সেই ইতিহাসকে ধারণ করে নির্মিত হচ্ছে চলচ্চিত্রটি। আমরা খুব শিগগিরই এর শুটিং শুর করবো। পরিকল্পনা আছে অক্টোবরের প্রথম সপ্তাহ থেকেই কাজে নামার।’
তিশা ও মনোজের পাশাপাশি আরও অভিনয় করছেন মান্নান হীরা, মৃন্ময়ী রূপকথা, কামরুজ্জামান তাপু, ইন্দ্রাণী ঘটক, অমিত রঞ্জন দে, সুচয় আমিন, পাশা মোস্তফা কামাল, মিজান রহমান, আহমেদ আলী, নাজমুল বাবু, সুধাংশু তালুকদার, আরিফুল ইসলাম হাবিব, পংকজ মজুমদার, তামিমা তিথি প্রমুখ।
২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পায় ‘ভালোবাসা প্রীতিলতা’।
অন্যদিকে প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে ২০১৬ সালে ছবি নির্মাণের ঘোষণা দিয়েছিলেন তরুণ নির্মাতা রাশিদ পলাশ। নানা কারণে এর কাজ থেমে ছিল। অবশেষে এই বীরকন্যার আত্মাহুতি দিবসে (২৩ সেপ্টেম্বর) ছবির মূল চরিত্রের নাম চূড়ান্ত হলো। পরিচালক জানালেন, এতে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করবেন পরী মনি। তবে এ সংক্রান্ত খবর আগেই প্রকাশ করেছিল বিএমডিবি।
এবার বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন রাশিদ পলাশ নিজেই। তিনি জানান, গতকাল (২৩ সেপ্টেম্বর) রাতে পরীর সঙ্গে তাদের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ছবিটি প্রযোজনা করছে ইউ ফোর সি লিমিটেড।
রাশিদ পলাশ বলেন, ‘গত একমাস ধরে পরীর সঙ্গে ছবিটি নিয়ে আমাদের কথা চলছিল। গতকাল এটি আনুষ্ঠানিক রূপ পায়। প্রীতিলতা চরিত্রে পরী ও মাস্টার দা সূর্যসেন হবেন আহমেদ রুবেল।’
জানা যায়, আগামী ১ নভেম্বর থেকে ছবিটির শুটিং শুরু হবে। প্রথম লটের কাজ চলবে পুরান ঢাকা। দ্বিতীয় লটে টিম যাবে চট্টগ্রামে। ছবিটির সঙ্গে যুক্ত আছে প্রীতিলতা ট্রাস্ট।
২০১৬ সালে একটি পাঁচ তারকা হোটেলে ঘোষণা আসে প্রথমবারের মতো বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনী নিয়ে নির্মিত সিনেমার। জানানো হয়, ছবিটির সাথে যুক্ত থাকবেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন, বিবি রাসেল, মাতিয়া বানুর মতো বিশিষ্ট ব্যক্তিরা। চলচ্চিত্রটির পাণ্ডুলিপি উপদেষ্টা হিসেবে কাজ করবেন বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেন। কস্টিউম ডিজাইনিংয়ে থাকবেন বিবি রাসেল।