Select Page

একদিনে ৩ রাজনৈতিক সিনেমা, দেখুন হল তালিকা

একদিনে ৩ রাজনৈতিক সিনেমা, দেখুন হল তালিকা

# একদিনে মুক্তি পেল তিন রাজনৈতিক ছবি
# সাধারণত বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় না। ‘হাসিনা : আ ডটারস টেল’ তার ব্যতিক্রম
# ‘মিস্টার বাংলাদেশ’ পেয়েছে ৪৯ হল
# নামমাত্র হলে এসেছে ‘লিডার’। বড় পরিসরে মুক্তি পাবে আগামী শুক্রবার

সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেল তিন সিনেমা যার মূল বিষয়বস্তু বাংলাদেশ ও রাজনীতি। ছবিগুলো হলো ‘হাসিনা : আ ডটারস টেল’, ‘লিডার’ ও ‘মিস্টার বাংলাদেশ’। এর মধ্যে প্রথমটি ডকু-ড্রামা।

পিপলু খানের পরিচালনায় ‘হাসিনা’ ডকু-ফিকশের কাহিনী গড়ে উঠেছে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের দুঃখ-বিষাদ, ব্যক্তিগত আখ্যান, আর নৈকট্যের গল্পগুলো নিয়ে। যদিও নির্মাতা বলছেন, এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বায়োপিক নয়, বরং এটা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার গল্প।

‘হাসিনা’ চলচ্চিত্রটি নিয়ে নির্মাতা জানান, কখনো তিনি বঙ্গবন্ধু কন্যা, কখনো জননী, কখনো বোন, কখনো গণমানুষের ত্রাতা রূপে আবির্ভূত হন যে জননেত্রী তার একটি প্রতিকৃতি এই চলচ্চিত্র। যা ১৬ নভেম্বর ঢাকার স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার, মধুমিতা ও চট্টগ্রামের সিলভার স্ক্রিন মিনিপ্লেক্সে প্রদর্শিত হচ্ছে।

অন্যদিকে সমকালীন রাজনীতিকে প্রসঙ্গ করে সিনেমা নির্মাণ করেছেন ‘সুলতান’ নির্মাতা দিলশাদুল হক শিমুল। ‘লিডার’ ছবিতে গল্পই কেন্দ্রীয় চরিত্র এমনটা জানিয়ে নির্মাতা বলেন, একটি রাজনৈতিক উত্তেজনাপূর্ণ চলচ্চিত্র ‘লিডার’। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এক অনন্য কাহিনীনির্ভর চলচ্চিত্র এটি। যে ছবির গল্পটাই কেন্দ্রীয় চরিত্র।

ছবিতে নেত্রীর ভূমিকায় দেখা যাবে চিত্রনায়িকা মৌসুমীকে। এছাড়াও ছবিতে অভিনয় করেছেন ফেরদৌস, ওমর সানি, নিঝুম রুবিনা, আহমেদ শরীফ, শহীদুল আলম সাচ্চু, সোহেল খান প্রমুখ।

তবে সিনেমাটি চলতি সপ্তাহে নামমাত্র প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে। ব্যাপক পরিসরে আসবে ২৩ নভেম্বর।

‘একজনের প্রতিশোধ দেশের প্রতিবাদ’- এই স্লোগানকে সামনে রেখে ‘মিস্টার বাংলাদেশ’ পেতে পেল। সিনেমার মূল বিষয় জঙ্গীবাদ। এর ভয়ঙ্কর চর্চা স্পর্শ করে গেছে বাংলাদেশকেও। দেশের প্রেক্ষাগৃহগুলোতে একযোগে বোমা বিস্ফোরণ, রমনা বটমূলে বোমা হামলা, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে আঘাতসহ সর্বশেষ রাজধানীর হলি আর্টিজানে ভয়ঙ্কর হামলার ঘটনা বাঙালির হৃদয়ে ক্ষতচিহ্ন এঁকে দিয়ে গেছে। আর এসব ক্ষতাক্ত ঘটনায় যেন উঠে এসেছে ‘মিস্টার বাংলাদেশ’ ছবিতে। নির্মাতা ইমান জানান, ছবিটি দেশের মানুষ খুব ভালো ভাবেই গ্রহণ করবে।

প্রধান চরিত্রে আছেন খিজির হায়াত খান ও শানেরাই দেবী শানু।

ঢাকা : স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, বলাকা সিনেওয়ার্ল্ড, শ্যামলী সিনেমা, চিত্রামহল সিনেমা , এশিয়া সিনেমা, আনন্দ সিনেমা, সেনা অডিটোরিয়াম।

ঢাকার বাইরে : রানীমহল – ডেমরা । চাদমহল সিনেমা – কাচপুর। নিউ মেট্টো সিনেমা – নারায়ণগঞ্জ। চম্পাকলি সিনেমা – টংগী । বর্ষা সিনেমা – জয়দেবপুর । চন্দ্রিমা সিনেমা – শ্রীপুর ।মনিহার সিনেমা – যশোর । আলমাস সিনেমা – চট্টগ্রাম । নন্দিতা সিনেমা – সিলেট । পূরবী সিনেমা – ময়মনসিংহ । অভিরুচি সিনেমা – বরিশাল । শাপলা সিনেমা – রংপুর । শংখ সিনেমা – খুলনা । চিত্রালী সিনেমা – খুলনা ।সনিয়া সিনেমা – বগুড়া । মম- ইন – বগুড়া । পান্না সিনেমা – মুক্তারপুর । নিউ রজনীগন্ধা- চালা । মর্ডান সিনেমা – দিনাজপুর । মানসী সিনেমা – কিশোরগঞ্জ । মালঞ্চ সিনেমা – টাঙ্গাইল । হিরামন সিনেমা – নেত্রকোনা । গ্যারিসন সিনেমা – কুমিল্লা । বনলতা সিনেমা – ফরিদপুর । রাজ সিনেমা – কুলিয়ারচর । আলমডাঙ্গা সিনেমা – আলমডাঙ্গা । অনামিকা সিনেমা – পিরোজপুর । বৈশাখ সিনেমা – নরিয়া । ছন্দা সিনেমা – কালীগঞ্জ ।দিনান্ত সিনেমা – কেশরহাট । গ্যারিসন সিনেমা – দয়ারামপুর । লাইটহাউজ – পারুলিয়া । নসিব – সাপাহার । রাজু – ঈশ্বরদী । রংধনু – নজিপুর । শাহীন – বল্লাবাজার । সখি – হোসাইনপুর । সোনালী – ঘোড়াঘাট । সনি – ইসলামপুর । উল্লাস – বীরগঞ্জ । আনন্দ – তানোর


মন্তব্য করুন