একদিন পর ‘নবাব’
শুভশ্রী ঢাকায় আসছেন মঙ্গলবার। পরদিন শাকিব খানের বিপরীতে কক্সবাজারে শুরু হবে ‘নবাব’-এর শুটিং। এ নিয়ে কিং খান ভক্তদের আগ্রহের শেষ নেই।
ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন বাংলাদেশ থেকে আবদুল আজিজ ও ভারতের নির্মাতা জয়দেব মুখার্জি। সিনেমাটি মুক্তি পাবে আগামী ভালোবাসা দিবসে।
টানা ৮দিন কক্সবাজারে এ ছবির দৃশ্যধারণের কাজ হবে। কক্সবাজারের কাজ শেষ করে কলকাতা ও থাইল্যান্ডে ছবির বাকি কাজ হবে।
ভারত নির্ভর সিনেমা মানে নিজেকে বদলে নেওয়া। ‘শিকারি’র সে নজির আবারো দেখা যাবে ‘নবাব’ এ। তবে শাকিবের দাবি সবসময়ই তিনি চরিত্র অনুযায়ী সাজ নেন।
এ প্রসঙ্গে মানবজমিনকে শাকিব খান বলেন, ‘প্রতিটি ছবি আমার জন্য বেশ গুরুত্বপূর্ণ। চরিত্রানুযায়ী ভিন্ন সাজ নিতে হয় শিল্পীদের। এখানে আমাকে চোখে সানগ্লাস, মুখে খোঁচা দাড়িতে ভিন্ন এক চরিত্রে অভিনয় করতে দেখবেন দর্শক। তবে ছবির গল্পটা এখন বলতে চাই না। তবে এটুকু বলতে পারি, যা হবে দেশের জন্য ভালো হবে।’
‘নবাব’ যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এসকে মুভিজ। আরো অভিনয় করছেন অমিত হাসান, খরাজ মুখার্জি, রজতাভ দত্ত, মেঘলা, সব্যসাচী চক্রবর্তী প্রমুখ। ছবির গল্প লিখেছেন বাংলাদেশের আবদুল্লাহ জহির বাবু ও কলকাতার পেলে ব্যানার্জি।