Select Page

একবার টাকা দিয়ে ওটিটি দেখার প্যাকেজ ঘোষণা বায়োস্কোপ প্লাসের

একবার টাকা দিয়ে ওটিটি দেখার প্যাকেজ ঘোষণা বায়োস্কোপ প্লাসের

এর আগে অবৈধ পদ্ধতিতে দেশে এক প্যাকেজে একাধিক ওটিটি দেখার কিছু সুযোগ ছিল। তবে এবার বৈধভাবে সে ধরনের সুবিধা চালু করল অধুনালুপ্ত ওটিটি প্লাটফর্ম বায়োস্কোপের নতুন সংস্করণ। সম্প্রতি তারা বায়োস্কোপ প্লাস নামের অ্যাগ্রিগেটর প্লাটফর্মের ঘোষণা দেয়। চালু করেছে নতুন প্লাটফর্মও। সেখানে চরকি, হইচইসহ দেশী-বিদেশী প্রায় ডজন খানেক প্লাটফর্মের কনটেন্ট উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

গত ১০ জুলাই এ ভিষয়ে আনাষ্ঠানিক ঘোষণা আসে। আজ জানা গেল তাদের প্রাথমিক প্যাকেজ প্লান।

সেখানে জানা যাচ্ছে, বায়োস্কোপ প্লাস অ্যাপের মাধ্যমে আপাতত নেওয়া যাবে ১০টি ওটিটি প্লাটফর্মের অ্যাক্সেস। প্রাথমিকভাবে এক মাস মেয়াদি চারটি সাবস্ক্রিপশন প্যাকেজ ঘোষিত হয়েছে।।

এর মধ্যে বায়োস্কোপ প্লাস আনলিমটেড প্যাকেজের মাসিক ফি ২৪৯ টাকা। এতে থাকছে হইচই, সনিলিভ, লায়নসগেট প্লে, আইস্ক্রিন, দীপ্তপ্লেসহ ৯টি প্লাটফর্মে অ্যাক্সেস সুবিধা।

১০৯ টাকা খরচ করলে পাওয়া যাবে আরেক প্যাকেজ বায়োস্কোপ প্লাস বাংলা। এতে হইচই, দীপ্তপ্লে ও আইস্ক্রিনের কনটেন্টগুলোর অ্যাক্সেস পাবেন গ্রাহকরা।

বায়োস্কোপ প্লাস গ্লোবাল প্যাকেজের খরচ ৯৯ টাকা। এতে সনিলিভ, লায়নসগেট প্লে ও এপিকঅন এ তিন আন্তর্জাতিক ওটিটির কনটেন্ট দেখা যাবে।

চরকি স্ট্যান্ডঅ্যালোন প্যাকে মাসিক ৭৫ টাকায় দেশের শীর্ষ প্লাটফর্ম চরকির কনটেন্টগুলো দেখা যাবে।

এছাড়া আলাদা প্যাকেজে যেকোনো একটি ওটিটি প্লাটফর্মের কনটেন্টগুলোর অ্যাক্সেসও নেওয়া যাবে। যেমন সনিলিভ দেখতে এক মাসে খরচ হবে ৪৫ টাকা।


Leave a reply