Select Page

একা ও পরী মনির সদস্যপদ স্থগিত করেছে শিল্পী সমিতি

একা ও পরী মনির সদস্যপদ স্থগিত করেছে শিল্পী সমিতি

চিত্রনায়িকা একাপরী মনির সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করেছে চলচ্চিত্র শিল্পীদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। শনিবার দুপুরে সমিতির কেবিনেট মিটিংয়ে এমন সিদ্ধান্ত নেয়া হয়।

পরে সংবাদ সম্মেলন ডেকে বিকেলে বিষয়টি জানান সমিতির সভাপতি মিশা সওদাগর। পরী মনি ও একার ঘটনায় চলচ্চিত্র শিল্পীদের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে দাবি করে তাদের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করেছে শিল্পী সমিতি।

শিল্পী সমিতির সংবাদ সম্মেলন

এফডিসির জহির রায়হান কালার ল্যাবে আয়োজিত সংবাদ সম্মেলনে মিশা জানান, একা ও পরী মনির ঘটনাটি চলচ্চিত্র তথা শিল্পী সমাজের জন্য বিব্রতকর। কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না শিল্পী সমিতি। তাদের মামলা চলমান থাকায় একা ও পরী মনির সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হলো।

পরে চ্যানেল আই অনলাইনকে মিশা সওদাগর বলেন, শিল্পী সমিতির গঠনতন্ত্রের ৬ এর খ এবং ৯ এর গ অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো সদস্য যদি সমিতির ভাবমূর্তি ক্ষুন্ন করে কোনো কর্মকাণ্ডে লিপ্ত হন সাথে সাথে তার সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হবে।

সংবাদ সম্মেলনে সভাপতি মিশা সওদাগর ছাড়াও উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান, সহ সভাপতি ডিপজল, রুবেল, অঞ্জনা, অরুনা বিশ্বাস, আলী রাজ, আলেকজান্ডার বো, জয় চৌধুরী প্রমুখ।

এ দিকে পরী মনির পর র‍্যাবের হাতে গ্রেপ্তার হওয়া নজরুল ইসলাম ওরফে নজরুল রাজের সদস্য স্থগিত করলো টিভি নাটকের প্রযোজকদের শক্তিশালী সংগঠন ‘টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস্ এসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব)’।

সংগঠনের সভাপতি ইরেশ যাকের ও সাধারণ সম্পাদক সাজু মুনতাসির শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, নজরুল রাজের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

নজরুল রাজ

পরবর্তীতে যদি নজরুল রাজ আদালত কর্তৃক নির্দোষ প্রমাণিত হন তাহলে তার সদস্যপদ পুনঃবহাল করা হবে, অন্যথায় স্থায়ীভাবে টেলিপ্যাড’র সদস্য হারাবেন নজরুল রাজ।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, টেলিপ্যাব কখনও কোনো অন্যায় প্রশ্রয় দেয় না। সেই ধারাবাহিকতায় সংগঠনটির সংবিধানের ১৩ এর খ এবং ছ অনুযায়ী নজরুল রাজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে বাধ্য হয়েছে।

টেলিপ্যাবের সংবিধানের ২১ অনুচ্ছেদ অনুযায়ী ক্ষমতাপ্রাপ্ত হয়ে কার্যনির্বাহী সদস্যদের সমর্থনে শুক্রবার (৬ আগস্ট) নজরুল রাজের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে উল্লেখ করা হয়।


মন্তব্য করুন