একি দেখালেন অমিতাভ রেজা!
‘একি দেখালেন অমিতাভ রেজা’, ‘অপেক্ষার তর সইছে না’, ‘হলে গিয়ে দেখতে হবে’— সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কথা চোখ পড়ে শুক্রবার রাতে।
উপলক্ষ্য একটাই। অমিতাভ রেজার অভিষেক সিনেমা ‘আয়নাবাজি’। সিনেমাটির ট্রেলার প্রকাশের পরপরই উচ্ছ্বাসের রেশ ছড়িয়ে যায় দর্শকদের মাঝে।
‘আয়নাবাজি’ নিয়ে দর্শক আগ্রহ ছিল শুরু থেকেই। টিজার ও দুটো গান লুফে নেন তারা। এবার ট্রেলার মুক্তিতে আগ্রহ আরো বেড়েছে।
বহুরূপী চরিত্রের একজন মানুষকে নিয়ে নির্মিত হয়েছে ‘আয়নাবাজি’। তার রূপ বদলের অতীত-বর্তমানের খণ্ড খণ্ড দৃশ্য উঠে এসেছে ভিডিও-তে। রাজনীতিকে বড় অভিনয় বলে উল্লেখ করা হয়। অন্যদিকে সাংবাদিকতার নানা দিক উঠে এসেছে।
ট্রেলার শেষে জানানো হয় সিনেমাটি মুক্তি পাবে ৩০ সেপ্টেম্বর। এ নিয়ে অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। কারণ ওইদিন বিসিএস-সহ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা রয়েছে। তাদের আশঙ্কা এ কারণে প্রথমদিন দর্শক কম হবে প্রেক্ষাগৃহে। যা বদলে দিতে পারে সিনেমাটির পরবর্তী দিনগুলোর চিত্র।
‘আয়নাবাজি’র প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও নাবিলা।
বাংলা সিনেমার নতুন কিছু সূচনা হওয়ার গন্ধ পাচ্ছি।।।