এক বছর পর জয়া
জয়া আহসান অভিনীত ‘চোরাবালি’ ছবিটি মুক্তি পেয়েছে গত বছরের শেষদিকে। রেদওয়ান রনির পরিচালনায় সেই ছবি বেশ সাড়া পেয়েছিল। হয়েছিল বছরের অন্যতম ব্যবসাসফল ছবি। এরপর জয়া অভিনীত দেশে আর কোন চলচ্চিত্র মুক্তি পায়নি। তবে গত কয়েক মাস আগে কলকাতায় জয়া আহসান অভিনীত ‘আবর্ত’ ছবিটি মুক্তি পেয়েছে।
সেই হিসেবে বলা যায়, ঢাকাসহ সারাদেশের প্রেক্ষাগৃহে এক বছর পর উপস্থিত হতে চলেছেন জয়া আহসান। ছবির নাম ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’। সাফিউদ্দিনের পরিচালনায় এ ছবিতে জয়ার বিপরীতে নায়ক হিসেবে আছেন শাকিব খান ও আরেফিন শুভ। এটাও একটি বড় আকর্ষন। ইতিমধ্যে টেলিভিশনে এই ছবির বিজ্ঞাপন প্রচার শুরু হয়েছে। গানগুলোও বেশ জনপ্রিয়তা পেয়েছে। ধারণা করা হচ্ছে এটি হতে যাচ্ছে এই ঈদের বড় আকর্ষন।
জয়া আহসান বলেন, এরই মধ্যে ‘চোরাবালি’ ও ‘আবর্ত মুক্তি পেয়েছে। দুটি ছবিতে দুই ধরনের সাড়া পেয়েছি। এবার আরেক ধরনের সাড়ার অপেক্ষায় আছি। ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ আশা করছি সেই সাড়া ফেলবে। ছবিটি থেকে পূর্ণ বিনোদন পাবে দর্শক।
জয়া অপেক্ষায় আছেন ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ ছবির জয় দেখার। বাণিজ্যিক ধারার ছবিতে এবারই বলা যায় প্রথমবার অভিনয় করছেন। এ প্রসঙ্গে অবশ্য তার বক্তব্য ভিন্ন। তিনি বলেন, বাণিজ্যিক ধারা, বিকল্পধারা আমি এরকম বিভাজনের পক্ষপাতী নই। আমার কাছে বিবেচ্য হলো ভাল ছবি বা মন্দ ছবি। আমার কাছে সব ছবিই বাণিজ্যিক এবং গ্রহণযোগ্যতার শীর্ষে।
সুত্র: মানবজমিন