এগিয়ে থাকবেন কে?
ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে ‘শিকারী’, ‘সম্রাট’, ‘রানা পাগলা দ্য মেন্টাল’ ও ‘বাদশা দ্য মেন্টাল’। একটি ছাড়া বাকি সিনেমার নায়ক শাকিব খান।
‘মেন্টাল’র অন্যতম আকর্ষণ হলেন টিভি অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। সাথে আছেন আঁচল ও বিশেষ চরিত্রে সঙ্গীতশিল্পী পড়শি। ‘সম্রাট’-এ শাকিবের হিট নায়িকা অপু বিশ্বাস। ‘বাদশা দ্য ডন’-এ অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। আর ‘শিকারী’তে আছেন কলকতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
কিছুদিন আগে মুক্তি পায় তিশা অভিনীত ‘অস্তিত্ব’। যদিও ‘মেন্টাল’-এর শুটিং শুরু হয় বছর দুয়েক আগে। তাই চমক হিসেবে তিশা খানিক ম্লান। তারপরও হল দখলে এগিয়ে থাকা সিনেমাটির অন্যতম আকর্ষণ তিশাই। ইতোমধ্যে প্রকাশিত ‘আমার মতো কে আছে বলো’ গানে তার স্নিগ্ধ রূপ দেখেছে দর্শক। পাশাপাশি ট্রেলার ও স্টিল ফটোতে তাকে বেশ আবেদনময় হিসেবে দেখা গেছে।
এ সিনেমার অন্য নায়িকা আঁচল। তাকে নিয়ে দর্শকে আগ্রহ থাকলেও অভিনয় অনিয়মিত হওয়া ও ক্যারিয়ারে উল্লেখ করার মতো ছবি কম হওয়ায় আলোচনা থেকে কিছুটা দূরে আছেন। তারপরও দেখার বিষয় অভিনয় ও গ্ল্যামারে কতটা সাড়া জাগাতে পারেন।
শাকিব-অপুর জুটির ৭২তম ছবি ‘সম্রাট’। অজানা কারণে বর্তমানে সবার আড়ালে আছেন অপু বিশ্বাস। ছবির প্রচারণা হিসেবে অপুর অজ্ঞাতবাস বেশ কাজে লাগছে। তার প্রতি ভক্তদের আকর্ষণ বেড়েছে। তাই তিশা সিনেমার নিয়মিত না হওয়ায় অপুর চাপ সামলাতে হবে ‘বাদশা দ্য ডন’-এর নুসরাত ফারিয়াকে।
পরিপাটি লুকের কারণে ফারিয়ার রয়েছে বিশেষ ভক্ত শ্রেণী। তার প্রথম সিনেমাটি মোটামুটি চললেও পরেরটি তেমন সাড়া জাগাতে পারেনি। তবে পুরোপুরি দায় তার নয়। একই কাহিনীতে একই প্রযোজনা প্রতিষ্ঠান আগেও নির্মাণ করেছিল ছবি।
বাংলাদেশের প্রথাগত নায়িকার মানদণ্ডে অনেকে ফারিয়াকে পছন্দের লিস্টে রাখেন না। কিন্তু মানতেই হয় এ সময়ের অন্যতম গর্জিয়াস নায়িকা তিনি। সাথে পাচ্ছেন কলকাতার জিৎ। এছাড়া জাজের দুই সিনেমা মূলত নিজেদের মধ্যে প্রতিযোগিতা করবে। সেদিক থেকে হল সংখ্যার বিচারে প্রাথমিকভাবে ফারিয়ার দাপট বোঝা যাবে।
যেহেতু শত বিরোধিতা সত্ত্বেও যৌথ প্রযোজনা ও ছবি বিনিময় হালে পানি পাচ্ছে না, তাই ‘শিকারী’র শ্রাবন্তী আর সিজনাল অতিথি নন। ক্যাবল টিভির কল্যাণে তার ভক্তের সংখ্যা কম নয়। এছাড়া ‘শিকারী’তে শাকিবের নতুন লুকের সুবিধা পাবেন তিনি।