Select Page

এফডিসিতে আসছে ডিজিটাল ক্যামেরা

এফডিসিতে আসছে ডিজিটাল ক্যামেরা

FDC640অবশেষে এফডিসি-তে আসছে ডিজিটাল ক্যামেরা। পুনঃটেন্ডারের প্রক্রিয়া  শেষ করে  ‘সনি এফ ফিফটি ফাইভ’ মডেলের তিনটি ক্যামেরা আমদানি করার প্রক্রিয়া চলছে। এপ্রিল মাসের মধ্যে ক্যামেরাসহ এডিটিং প্যানেলের সুবিধা পাবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

বিএফডিসি আধুনিকায়নের প্রকল্প শুরু হয়েছিল ২০১২ সালের জানুয়ারি মাসে। গত বছরের আগস্টে এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে দু’বার দরপত্র হওয়ার পর অবশেষে তিনটি ডিজিটাল ক্যামেরা আসছে।

‘সনি এফ ফিফটি ফাইভ’ মডেলের ক্যামেরা তিনটি আনতে ৩ কোটি ৪৭ লাখ টাকা খরচ হচ্ছে। যোগ্যতার ভিত্তিতে ক্যামেরা আমদানির দায়িত্ব পেয়েছে সিঙ্গাপুরের ট্রাস্ট মটো, যার স্থানীয় প্রতিনিধি হিসেবে র‌্যাংগস গ্রুপ কাজ করছে।

এ ছাড়াও পাঁচটি এডিটিং প্যানেল এবং কন্ট্রোল প্রসেসিং ইউনিট আমদানির প্রক্রিয়ায় রয়েছে। এই সব যন্ত্রাংশের মূল্যমান হবে ৯ কোটি ২০ লাখ। তারপরও প্রকল্পের অধীনে থেকে যায় ৪০ কোটি টাকা।

প্রকল্পের অধীনে এখন পর্যন্ত অল্পসংখ্যক লাইট এবং ডাবিং মেশিন কেনা হয়েছে। কিছু দিনের মধ্যে বিএফডিসিতে লাইটের চালান পৌঁছবে বলে জানা গেছে।


Leave a reply