এফডিসিতে সালমান শাহের জন্মদিন
ভক্ত ও সহকর্মীরা প্রিয় নায়ক সালমান শাহের জন্মদিন উদ্যাপনের উদ্যোগ নিয়েছেন। ১৯ সেপ্টেম্বর তার ৪৪তম জন্মবার্ষিকী। ওইদিন কেক কেটে ও স্মৃতিচারণার মধ্য দিয়ে তাকে স্মরণ করা হবে।
সেদিন বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) চত্বরের উন্মুক্ত মঞ্চে থাকবে আলোচনা সভা। এই আয়োজনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও তারকা মেলায় অংশ নেবেন মিডিয়া ব্যক্তিত্ব, অভিনয়শিল্পী, সংগীতশিল্পী, পরিচালক, প্রযোজকসহ টেলিভিশন ও চলচ্চিত্রজগতের অনেকে।
এ আয়োজন নিয়ে সালমান শাহ স্মৃতি পরিষদের সভাপতি এসএম শফি প্রথম আলোকে জানান, সালমান শাহ অভিনীত চলচ্চিত্রগুলোতে যারা অভিনয় করেছেন, তাদের মধ্য থেকে কয়েকজনকে সেদিন জানানো হবে বিশেষ সম্মাননা।
বেশ কয়েক বছর ধরে সালমানের জন্মদিনের এই আয়োজনটি করে আসছে সালমান শাহ স্মৃতি পরিষদ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সে সময়ের জনপ্রিয় নায়ক সালমান রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন।