Select Page

এবার সিনেপ্লেক্সে

এবার সিনেপ্লেক্সে

# আবারও এক হলে মুক্তি পাচ্ছে বেঙ্গলি বিউটি
# জুলাইয়ে প্রথবার মুক্তি পায় এক হলে
# সেন্সর-পরিবেশনা সংক্রান্ত তিক্ত অভিজ্ঞতা হয়েছে নির্মাতার
# জাজ মাল্টিমিডিয়ার পরিবেশনায় ৫ অক্টোবর ৩০টি হলে মুক্তির কথা ছিল
# পরিচালক জানালেন, আগামী বছরে বড় পরিসরে মুক্তি পাবে চীনে
# যুক্তরাষ্ট্রে ৫ কোটি টাকা আয়কে ‘স্টান্টবাজি’ বললেন এক প্রবাসী

রাহশান নূর পরিচালিত ‘বেঙ্গলি বিউটি’ নিয়ে কম কাণ্ড হয়নি। সেন্সর-পরিবেশনাসহ নানা জটিলতায় বারবার বিড়ম্বনায় পড়ে জুলাইতে বাধ্য হয়ে মাত্র একটি পর্দায় (যমুনা ফিউচার) মুক্তি পায় সিনেমাটি।

এরপর জাজ মাল্টিমিডিয়া জানায়, বড় পরিসরে মুক্তি পাবে। কিন্তু দুইবার মুক্তির দিন পাল্টানোর পর অজ্ঞাত কারণে জাজ সরে আসে। এবার জানা গেল, ১২ অক্টোবর বসন্ধুরা সিটির স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে ‘বেঙ্গলি বিউটি’। প্রতিদিন দুপুর সোয়া ২টার শো’তে প্রদর্শিত হবে।

পরিচালনার পাশাপাশি সিনেমাটির নায়ক চরিত্রে আছেন রাহশান নুর। বিপরীতে অভিনয় করেছেন মুমতাহিনা চৌধুরী টয়া। আরও অভিনয় করেছেন সারা আলম, আশফাক রেজওয়ান, পীযূষ বন্দ্যোপাধ্যায়, নেইলি আজাদ প্রমুখ।

সিনেমাটি মুক্তিযুদ্ধ-পরবর্তী অত্যন্ত স্পর্শকাতর এক সময়কালের গল্পকে ধরে নির্মিত। ১৯৭৪ সালে আমেরিকা ফেরত আফজাল নামের এক তরুণের বাংলাদেশ বেতারে ডিজে হিসেবে যোগদান, তার সঙ্গে ময়না নামের এক তরুণীর গড়ে ওঠা প্রেমকে ঘিরে সিনেমাটির মূল আখ্যান এগিয়ে চলে।

বাংলাদেশের পাশাপাশি চীনেও মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। আগামী বছরের শুরুতে প্রাথমিকভাবে দেশটির চারটি রাজ্যের শতাধিক প্রেক্ষাগৃহে এটি মুক্তি পাবে বলে কিছুদিন আগে জানালেন নির্মাতা।

এদিকে শোনা গেছে, ফেব্রুয়ারিতে মুক্তি পেয়ে ‘বেঙ্গলি বিউটি’ যুক্তরাষ্ট্রে ৫ কোটি টাকা ব্যবসা করেছে। সম্প্রতি এ দাবিকে ‘স্টান্টবাজি’ উল্লেখ করে ফেসবুকে পোস্ট করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী চলচ্চিত্র সংশ্লিষ্ট এক বাঙালি। তবে এ নিয়ে রাহশান নূর কোনো মন্তব্য করেননি।


Leave a reply