এবার অপূর্বকে নিয়ে ভারতীয় মিডিয়ায় মিথ্যাচার
পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে ভারতে জিয়াউল হক অপূর্ব অভিনীত প্রথম সিনেমা ‘চালচিত্র’। কিন্তু ছবি মুক্তি উপলক্ষে সেখানে যাওয়া হলো না তার। এ সমশ বাংলাদেশ-ভারত সীমান্ত থেকে কিছুটা দূরে রাজশাহীর এক প্রত্যন্ত অঞ্চলে শুটিংয়ে ব্যস্ত অভিনেতা। জাকারিয়া সৌখিনের একটি নাটকের শুটিং করছিলেন।
এই আবহের মাঝেই এমন এক খবর এল, যা পড়ে অপূর্ব কিংকর্তব্যবিমূঢ়। মন খারাপ হয়ে গেল মুহূর্তেই।
গতকাল শুক্রবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইন এক খবর প্রকাশ করেছে অপূর্বকে নিয়ে। তাতে বলা হয়েছে, ভারতের ভিসা থাকা সত্ত্বেও চালচিত্র সিনেমার প্রিমিয়ারে অপূর্ব যেতে পারেননি একটাই কারণে। কী সেই কারণ? সংবাদমাধ্যমটি দাবি করেছে, বাংলাদেশের তারকারা নাকি প্রায়ই প্রাণনাশের হুমকি পাচ্ছেন। অপূর্বকেও এমন হুমকি দেওয়া হয়েছে। তাই ভারতে যেতে পারেননি তিনি।
এমন খবর শুনে বিস্মিত অপূর্ব। অবাক শুটিং ইউনিটে থাকা প্রত্যেকেই। ফোনে অপূর্ব সরাসরি জানিয়ে দিলেন, খবরটি সত্য নয়। কোনো হুমকি পাননি তিনি। নিয়মিত কাজ করে যাচ্ছেন। হুমকির কারণে নয়, বরং শুটিংয়ে ব্যস্ত থাকার কারণেই চালচিত্রের অনুষ্ঠানে যোগ দিতে পশ্চিমবঙ্গে যেতে পারেননি অপূর্ব।
আনন্দবাজার অনলাইনের ওই প্রতিবেদনে লেখা হয়েছে, ‘বাংলাদেশে জুলাই মাসের পর থেকে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের বদল ঘটেছে। যদিও দুই দেশের শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে অবাধ বিচরণ এখনও অব্যাহত। বাংলাদেশের নতুন সরকার গঠনের পর এ দেশে (ভারতে) চঞ্চল চৌধুরীর ‘‘পদাতিক’’ মুক্তি পেয়েছিল। সেই সময়েও নিজের সিনেমার মুক্তিতে উপস্থিত থাকতে পারেননি চঞ্চল। এবার অপূর্বের ক্ষেত্রে একই ঘটনার পুনরাবৃত্তি। সূত্রের খবর, প্রায়শই নাকি হুমকি মিলছে সেখানকার তারকাদের। সেই কারণে সব ঠিকঠাক থাকা সত্ত্বেও নিজের প্রথম সিনেমার প্রিমিয়ারে থাকতে পারলেন না অপূর্ব।’
এই বিষয়ে জানতে অপূর্বর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘যাওয়ার ইচ্ছা ছিল, তবে শুটিংয়ের ব্যস্ততার কারণেই ভারতে যাওয়া হয়নি। আমার না যাওয়ার কারণ হিসেবে ভারতীয় মিডিয়ায় যেটি উল্লেখ করা হয়েছে, তা সত্য নয়। এমন কোনো ঘটনা ঘটেনি। আমি কোনো রাজনীতির লোক নই। তাই রাজনৈতিক পটপরিবর্তনে আমার কোনো সমস্যা হওয়ার কথা নয়।’
অপূর্ব জানান, ১৩ ডিসেম্বর ‘হাউ সুইট’ ওয়েব ফিল্মের শুটিংয়ে দুর্ঘটনার শিকার হন তিনি। সে কারণে শিডিউল অনুযায়ী শুটিংটি শেষ করা সম্ভব হয়নি। সুস্থ হওয়ার পর কাজটি শেষ করেন। ১৭ ডিসেম্বর কলকাতা যাওয়ার পরিকল্পনা করেছিলেন অপূর্ব। কিন্তু হাউ সুইটের শুটিং শেষ করতে দেরি হওয়ায় পরিকল্পনায় বদল এনেছেন অভিনেতা। আগে থেকেই জাকারিয়া সৌখিন পরিচালিত একটি নাটকের জন্য শিডিউল দেওয়া ছিল তাঁর। নির্মাতা দেশের বাইরে যাবেন, তাই এ নাটকের শুটিং শেষ করা জরুরি হয়ে পড়েছিল। ফলে ভারতে না গিয়ে নাটকটির শুটিংয়ে অংশ নেন অপূর্ব।
উল্লেখ্য, এর আগে চঞ্চল চৌধুরীকে নিয়েও মিথ্যা খবর প্রকাশ করা হয়েছিল ভারতীয় সংবাদমাধ্যমে। জানানো হয়েছিল, গৃহবন্দী করে রাখা হয়েছে চঞ্চলকে। এমন খবর প্রকাশের পর অভিনেতা জানিয়েছিলেন বিষয়টি পুরোপুরি মিথ্যা। খবর আজকের পত্রিকা।