Select Page

ওটিটির পর সিনেমা হলে অনুদানে নির্মিত ‘জলরঙ’?

ওটিটির পর সিনেমা হলে অনুদানে নির্মিত ‘জলরঙ’?

নিয়ম অনুযায়ী অনুদানের সিনেমা নূন্যতম ২০টি হলে মুক্তি দিতে হয়। হলে আসার পর অন্য প্ল্যাটফর্মে মুক্তি দেওয়ার নিয়ম থাকলেও মানেনি ‘জলরঙ’ সংশ্লিষ্টরা। যদিও এই দায় প্রযোজকদেলোয়ার হোসেন দিলুর ঘাড়ে চাপান পরিচালক কবিরুল ইসলাম রানা। এসব তথ্য জানা গেছে রূপালী বাংলাদেশের এক প্রতিবেদনে।


২০২০-২১ অর্থবছরে ৬০ লাখ টাকা সরকারি অনুদান পায় সিনেমা ‘জলরঙ’। মানব পাচারের গল্প নিয়ে সিনেমাটি নির্মিত হয়েছে। ২০২৩ সালে সেন্সর বোর্ড থেকে সিনেমাটি মুক্তির অনুমতি পেলেও কোনো খবর পাওয়া যাচ্ছিল না। দীর্ঘদিন থমকে থাকার পর দুই বছর পর গত কোরবানি ঈদের দ্বিতীয় দিন অর্থাৎ ৮ জুন দেশীয় ওটিটি আইস্ক্রিনে নিয়ম না মেনেই মুক্তি পেয়েছিল ‘জলরঙ’ সিনেমাটি।


এর প্রায় দুই মাস পর অবশেষে প্রচারণা ছাড়াই প্রেক্ষাগৃহে ‘জলরঙ’। আজ দেশের ১৬টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেল।


জানা গেছে, সিনেমাটির কলাকুশলীতে পাওনা বকেয়া রেখেছেন প্রযোজক দিলু। সিনেমাটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করলেও উপেক্ষিত হওয়ার অভিযোগ তোলেন অভিনয়শিল্পী ফারজানা সুমি, সঙ্গে জানান প্রযোজককে বিপুল অঙ্কের টাকা ধার দিয়েছেন। সুমি বলেন, ‘সিনেমাটি আমাকে ঘিরে গল্প এগিয়ে যায় কিন্তু পোস্টারে জায়গা পাইনি। তাছাড়া অন্য জনপ্রিয় শিল্পীদেরও পোস্টারে রাখা হয়নি। জলরঙ অনুদান পেতে আমি সহযোগিতা করেছিলাম, যা সবাই অবগত। এক পর্যায়ে টাকার অভাবে থমকে যায় শুটিং। সিনেমাটি শেষ করার জন্য পরিচালক রান ভাই ও দিলু মামা আমার থেকে ২৫ লাখ ধার নেয়। আমাকে বলা হয়েছিল তৃতীয় কিস্তির টাকা পেয়ে ১৮ লাখ টাকা পরিশোধ করবেন। বাকি টাকা মুক্তির পর পরিশোধ করবেন। মাত্র ৬ লাখ পরিশোধ করেছেন। এখনো ১৯ লাখ টাকা আজও পরিশোধ করেনি।’


সুমি আরও বলেন, ‘এখন পর্যন্ত চিত্রনায়ক কায়েস আরজু টাকা পায়। প্রডাকশন ম্যানেজার শফি আহমেদ প্রায় ছয় লাখ টাকা পাবে। পরিচালকসহ কমবেশি অনেকেই প্রযোজকের কাছে টাকা পায়। কারোই টাকা দেয় না।’

এই অভিনেত্রী বিষয়টি চলচ্চিত্রের ১৯ সংগঠনকে জানিয়ে কোনো প্রতিকার পাননি।

সুমির অভিযোগ ভিত্তিহীন দাবি প্রযোজক দিলুর। তিনি উল্টো অভিনেত্রীর কাছে ১১ লাখ টাকা পাবেন বলে জানান। তার কাছে সব প্রমাণ আছে বলে জানান।

স্পন্সর এনে দেওয়ার কথা বলে টাকা নিয়েছে বলে দিলু বলেন, ‘সিনেমার টেকনিশিয়ান বাদে আমার কাছে কেউ টাকা পাবে না। যারা টাকা পাবে তাদের ধীরে ধীরে টাকা পরিশোধ করে দেব। এসব পরিচালক রানার চক্রান্ত।’ সুমি বলেন, ‘তিনি যদি আমাকে ১১ লাখ টাকা দেন তার তো প্রমাণ আছে সেগুলো দেখাক। নিজের অপরাধ ডাকতে মিথ্যাচার করছে।’

এদিকে, নিজের সিনেমা মুক্তির খবর জানেন না চিত্রনায়ক সাইমন সাদিক, নবাগত চিত্রনায়িকা উষ্ণ হক, অভিনেত্রী এলিনা শাম্মীসহ অন্য শিল্পীরা।


সাইমন সাদিক বলেন, ‘আমি আপনার কাছ থেকেই প্রথমে শুনলাম সিনেমাটি মুক্তি পাচ্ছে। আমাকে কিছু জানানো হয়নি।’ ‘জলরঙ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় নাম লেখাচ্ছেন নবাগত চিত্রনায়িকা উষ্ণ হক। তিনিও সিনেমাটির মুক্তির খবর জানেন না।

এদিকে নির্মাতা কবিরুল ইসলাম রানা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে থেকে ‘জলরঙ’ মুক্তির খবর পেয়েছেন।
সাইমন ও উষ্ণ ছাড়াও ‘জলরঙ’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, প্রয়াত মাসুম আজিজ, ফারজানা রিক্তা, রাশেদ মামুন অপু, আশীষ খন্দকার, জয়রাজ, এলিনা শাম্মি, খালেদা আক্তার কল্পনা, রাশেদা চৌধুরী প্রমুখ।


Leave a reply