Select Page

নুসরাত ফারিয়া ছাড়া দেখার কী আছে

‌‘তোর আশিকি’। ‌‘আশিকি’ সিনেমার রিলিজ হওয়া প্রথম গান। জাজ ও এসকে মুভিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ হলো শুক্রবার সকালে। অভিনয় করেছেন নবাগত নুসরাত ফারিয়াঅঙ্কুশ হাজরা। অবশেষে নায়িকা লুকে দেখা গেল ফারিয়াকে। আর তিনিই হলেন গানটির একমাত্র চমক।

প্রসেনের লেখায় স্যাভির সংগীতায়োজনে ‘তোর আশিকি’ গানটি গেয়েছেন জুবিন নটিয়াল। এর মাধ্যমে শুরু হলো ঈদুল আজহায় মুক্তি প্রতীক্ষিত এবং অশোক পাতিআব্দুল আজিজ পরিচালিত সিনেমাটির প্রচারণা।

কেমন লেগেছে গানটি? গড়পরতা কলকাতার সিনেমার গান। ইদানিং যেমন হচ্ছে। কয়েকদিন পর কেউ মনে রাখবে না। সিনেমাটির লগ্নির একটা অংশ বাংলাদেশ থেকে গিয়েছে। কিন্তু এখনকার যৌথ প্রযোজনার সিনেমায় বাংলাদেশের মেলোডি নির্ভর গানের কোনো ছাপ থাকে না। বরং, কলকাতার গতানুগতিক সুর ও গায়কীদের দর্শক বার বার হতাশ হন। ‘তোর আশিকি’ তেমন চলনসই গান। আলাদা কোনো বৈশিষ্ট্য নেই। গানের ইন্ট্রো হতাশাজনক চমকহীন। তবে পরে খানিকটা ভালো লাগে। গায়কীও গড়পরতা। প্রেমময় আবেদন না থাকায় রোমান্টিক গান হিসেবেও কানে লাগে।

চিত্রায়ন কেমন? তিনটি সেটে গানটি ধারণ করা হয়েছে। প্রথমের সাদা সেটটি ভালো লেগেছে। কিন্তু পুরো গানটি ইনডোরে হওয়ায় আবেদন মার খেয়েছে। নাচ খানিকটা হয়ত ভালো লাগে- কিন্তু সেটের কারণে হাসফাস লাগে। এমন দৃশ্যায়ন যৌক্তিকতা খুঁজে পাওয়া মুশকিল।

কেমন করলেন নুসরাত ফারিয়া? পুরো আয়োজনটি মধ্যম মানের হওয়ায় ফারিয়াও একই ট্রেন্ডে ভেসে গেছেন। তার ইন্ট্রোটা মনে হচ্ছিল দারুণ কিছু হচ্ছে। মুখ থেকে ওড়না সরানোর পর এক্সপ্রেশন ভালো লাগেনি। তাকে ক্লোজআপ দৃশ্যগুলোতে ভালো করে দেখানোও হয়নি। কিন্তু তাকে বরাবরের মতোই গর্জিয়াজ লেগেছে। গানটির একমাত্র নতুনত্ব হলেন নুসরাত ফারিয়া। দেখা যাক সামনে তিনি কী নিয়ে হাজির হন।

 


মন্তব্য করুন