Select Page

ওয়েবেও ঘুরেফিরে একই মুখ, চার সিরিজে আফরান নিশো

ওয়েবেও ঘুরেফিরে একই মুখ, চার সিরিজে আফরান নিশো

আফরান নিশো নিসন্দেহে অসাধারণ অভিনেতা। সম্প্রতি টেলিভিশন থেকে বিরতি নিলেও এক সময় একের পর এক কাজে দেখা গেছে। বিশেষ দিবসে টিভি খুললেই নিশো। পরপর ওয়েব সিরিজের ঘোষণা সেই একঘেয়েমি আশংকা জাগাচ্ছে।

‘কাইজার’ ওয়েব সিরিজে আফরান নিশো

টিভি শোর চেয়ে ওয়েব কনটেন্ট নানাভাবেই আলাদা। এর মধ্যে অন্যতম হলো, বিষয় ও অভিনেতার বৈচিত্র্য। এমনিতেই অভিযোগ আছে, বাংলাদেশে মাধ্যমটি নির্দিষ্ট হাউজ, নির্মাতা ও শিল্পীদের ওপর নির্ভরশীল হয়ে উঠছে। আজকাল পিআরে গড়পরতা সিরিজকে ‘মাস্টারপিস’ বলে দাগিয়ে দিলেও বহুল প্রত্যাশিত কিছু কাজ দর্শককে টানেনি। সেই ক্ষেত্রে ওই ‘নির্ভরশীলতা’ও কাজ করে।

শিহাব শাহীনের ‘মরিচীকা’র মাধ্যমে ওয়েব সিরিজে নিশোর অভিষেক। এরপর একই নির্মাতার ‘সিন্ডিকেট’ করেছেন। তবে সবচেয়ে জনপ্রিয় কাজটি ছিল তানিম নূরের ‘কাইজার’। বছরের শুরুতেই জানা যাচ্ছে, বর্তমানে নিশোর হাতে আছে চারটি ওয়েব সিরিজ। যার দুটিই সিক্যুয়াল। সে হিসেবে এই বছর আরো কিছু সিরিজে তাকে দেখাও যেতে পারে।

গত মাসে ভারতীয় প্লাটফর্ম হইচই নতুন প্রান্তিকের জন্য আটটি কনটেন্টের ঘোষণা দেয়। যার মধ্যে দুটির প্রধান চরিত্র নিশো। তানিম নূরের ‘কাইজার’ সিক্যুয়ালে হাজির হবেন দুর্ধর্ষ গোয়েন্দা চরিত্রে। এ ছাড়া আশফাক নিপুণের ‘আ কমন ম্যান’ সিরিজে দেখা যাবে। দুই নির্মাতাই এখন ক্যারিয়ারের সুসময় পার করছেন। সেই হিসেবে সিরিজ দুটি আলোচনায় থাকবে, বিশেষ করে ‘কাইজার’-এ নিশো দারুণভাবে নিজেকে হাজির করেছেন।

‘সিন্ডিকেট’-এর পোস্টার থেকে

গত সপ্তাহের শেষে জানা যায়, শিহাব শাহীনের আরো দুটি সিরিজ করছেন নিশো। এর মধ্যে আছে চরকির হাইপ তোলা ‘সিন্ডিকেট’-এর সিক্যুয়াল।

বিঞ্জের জন্য করা অন্য সিরিজের নামই চমকে দিয়েছে, ‘রসু খাঁ’। ২০০৯ সালের ৭ অক্টোবর রসু খাঁকে টঙ্গী থেকে গ্রেপ্তার করা হয়। প্রেমের ফাঁদে ফেলে নারীদের ডেকে হত্যার অভিযোগে মৃত্যুদণ্ড পাওয়া রসু খাঁ এখন কারাগারে বন্দি। জিজ্ঞাসাবাদে দুর্ধর্ষ এই খুনি চাঞ্চল্যকর সব খুনের কাহিনি বর্ণনা করে। এই সিরিজটির নাম ভূমিকায় অভিনয় করবেন আফরান নিশো।

এ প্রসঙ্গে কালের কণ্ঠকে শিহাব শাহীন বলেন, ‘বাংলাদেশের এক সিরিয়াল কিলারের কাহিনি নিয়েই গল্প। এখন এর চেয়ে বেশি কিছু বলা যাবে না। তবে শুটিং শুরু করতে কিছুটা বিলম্ব হবে।’

বর্তমানে নিশোর নিজের প্রথম ছবি রায়হান রাফির ‘সুড়ঙ্গ’ নিয়ে ব্যস্ত। এটিও মূলত চরকির জন্য নির্মিতব্য, তবে প্রথমে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। নিশো বলেন, “সামনে শিহাব শাহীনের ‘সিন্ডিকেট ২’ ওয়েব সিরিজেরও শুটিং রয়েছে। গল্পের চরিত্রের জন্য আবারও চুল ছোট করতে হবে। ছবির শুটিংয়ের জন্য ডেট দেওয়া। তাই ‘রসু খাঁ’ শুটিং করতে কিছুটা দেরি হবে। তবে ফাইনাল কথা হয়ে আছে।”

ওয়েব সিরিজ ছাড়াও ওটিটি দুই ছবি ‘মাইনকার চিপায়’ ও ‘রেডরাম’-এ অভিনয় করেছিলেন আফরান নিশো।


মন্তব্য করুন