
করা হয়নি ‘মনপুরা’, ১৬ বছর পর দুই সিনেমায় প্রভা
২০০৯ সালে মুক্তি পেয়েছিল গিয়াসউদ্দিন সেলিমের ‘মনপুরা’। ঢালিউডে ইতিহাস হয়ে থাকা এ সিনেমায় বাজিমাত করেছিলেন ফারহানা মিলি। এ নায়িকা পরে অন্য কোনো সিনেমা না করলেও তিনি এখনো আছেন দর্শক হৃদয়ে। তবে ‘মনপুরা’র পরী চরিত্রে সেলিমের পছন্দ ছিলেন সাদিয়া জাহান প্রভা। কিন্তু সেই সিনেমাটি তার করা হয়নি। এর ১৬ বছর পর প্রথমবার সিনেমায় অভিনয় করছেন টিভি পর্দার পরিচিত এ মুখ। তাও জোড়া ছবি আছে তার হাতে, দুটোরই নির্মাণ হচ্ছে সরকারি অনুদানে।

সাদিয়া জাহান প্রভা। টেলিভিশনের পরিচিত মুখ তিনি, ক্যারিয়ার শুরু করেছিলেন মডেলিংয়ের মাধ্যমে
প্রভা অভিনীত দুই সিনেমা একটি ‘দুই পয়সার মানুষ’। পরিচালনা করছেন ঝুমুর আসমা। জুঁই নামেই যিনি পরিচিত বেশি। ২৫ আগস্ট থেকে সিনেমাটির শুটিং শুরু করেছেন প্রভা। তবে সিনেমার শুটিং আরও আগেই শুরু হয়েছে। সিনেমায় নাম লেখানো নিয়ে প্রভা বলেন, ‘দিন শেষে শিল্পীরা কাজ দিয়েই তো বেঁচে থাকতে চান। সেখানে সিনেমার কাজের গুরুত্ব অনেক বেশি। আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল সিনেমায় নাম লেখানো। গল্প, চরিত্র, ইউনিট—সব মিলিয়ে হচ্ছিল না। সেটা পূরণ হলো।’
মফস্বলে বেড়ে ওঠা একটি মেয়ের গল্প নিয়ে ‘দুই পয়সার মানুষ’। যে আইন নিয়ে পড়াশোনা করেছে। যার পরিবার শিক্ষিত ও প্রভাবশালী। যাকে একসময় নানা প্রতিবন্ধকতায় পড়তে হয়। ‘দুই পয়সার মানুষ’ সিনেমায় প্রভার বিপরীতে আছেন এবিএম সুমন।
অন্য সিনেমাটি হলো ‘দেনা পাওনা’। রবীন্দ্রনাথ ঠাকুরের একই নামের ছোটগল্প অবলম্বনে নির্মাণ করছেন পরিচালক সাদেক সিদ্দিকী। এতে প্রভার বিপরীতে আছেন ইমন। সম্প্রতি ঢাকার অদূরে ‘দেনা পাওনার’ শুটিং শুরু হয়েছে।
গল্পে ইমনকে দেখা যাবে কলকাতায় কর্মরত এক ম্যাজিস্ট্রেটের চরিত্রে, যিনি জমিদার পরিবারের সন্তান। আর প্রভা অভিনয় করছেন গ্রামের এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে নিরুপমার ভূমিকায়। বিয়ের পণ দিতে না পারায় নিরুপমার বাবার আত্মহত্যা এবং এর পরবর্তী করুণ পরিণতি ঘিরেই এগোবে সিনেমার কাহিনি।
মিরন মহিউদ্দিনের চিত্রনাট্যে নির্মিত ‘দেনা পাওনা’য় আরো অভিনয় করছেন মাহমুদুল ইসলাম মিঠু, অনন্ত হিরা, ইরা শিকদার, তানিন সুবাহ, সুমনা সোমা, রিপা, অভি ও সাব্বির।
২০০৬ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে কাজ শুরু করেন সাদিয়া জাহান প্রভা। অভিনয় শুরু ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘লস প্রজেক্ট’ নাটক দিয়ে। এরপর অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে দেখা গেছে তাকে।
‘মনপুরা’ প্রসঙ্গে প্রভা জানান, গল্প চরিত্র দেখে শুরুতে রাজি হয়ে যান। তখন তার বয়স ছিল ১৭ বছর। সহশিল্পী ছিলেন চঞ্চল চৌধুরী। কিন্তু বেশ কিছু কারণে সিনেমাটিতে শেষ পর্যন্ত অভিনয় করা হয়নি। ‘সিনেমাটিতে অভিনয় করতে না পারায় আমার মন খারাপ হয়েছিল। তখন তো অনেক ছোট ছিলাম। ইমোশনাল হয়ে গিয়েছিলাম। অনেক কেঁদেছিলাম। সেই সিনেমাটি পরে কত আলোচনায় এল। মন খারাপ হওয়া স্বাভাবিক নয় কি? এসব নিয়ে এখন ভাবি না। এটা ভেবেই নিজেকে সান্ত্বনা দিতাম যে সময়–সুযোগ হলে আবার সিনেমায় কাজ করা যাবে। অভিনয় তো ছাড়ছি না। কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করেছি।’