করোনাকালে বড় চমক ‘রিকশা গার্ল’ ট্রেলার
করোনায় দেড় বছর ধরে ঢালিউডে নেই তেমন সুখবর। একের পর এক বড় ছবি পিছিয়ে গেছে। তেমন সময় এলো অমিতাভ রেজা চৌধুরীর দ্বিতীয় ছবি ‘রিকশা গার্ল’-এর ট্রেলার। অবশ্য এখনো মুক্তি পাচ্ছে না দেশে। তবে ‘রিকশা গার্ল’ যে সচল সে খবরে খুশির কমতি নেই দর্শদের।
মঙ্গলবার মধ্যরাতে ফেসবুকে ছবির ট্রেলার প্রকাশ হয়। ২ মিনিট ১৮ সেকেন্ডের ভিডিওতে বিভিন্ন চরিত্রের কণ্ঠে বাংলা ও ইংরেজি ভাষায় সংলাপ শোনা যায়। যেখানে অভিনয় দৃশ্য, রং মিলিয়ে পাওয়া গেছে দারুণ এক গল্পের আভাস।
নাঈমার কাছে ছবি আঁকা ভীষণ পছন্দের, সিনেমাও তার ভালো লাগে। কিন্তু দরিদ্র সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তার বাবা হঠাৎ একদিন অসুস্থ হলে সবকিছু পাল্টে যায়। ছবি এঁকে যেহেতু পয়সা পাওয়া যায় না, তাই বাধ্য হয়ে সেই নাঈমা রাস্তায় রিক্সা নিয়ে বের হয়, তার নাম হয়ে যায় নাঈম। আর সম্মুখীন হতে হয় নানা জটিলতার।
মূল চরিত্র নাঈমার ভূমিকায় অভিনয় করেছেন নভেরা রহমান। পুরো ট্রেলারজুড়ে উজ্জ্বল উপস্থিতি তার। সেই সঙ্গে তার মায়ের চরিত্রে দেখা যায় বাস্তবের মা মোমেনা চৌধুরীকে, বাবা হয়েছেন নরেশ ভুঁইয়া। এক ঝলকে স্বভূমিকায় দেখা মেলে সিয়াম আহমেদের।
পরিচালক অমিতাভ রেজা জানিয়েছেন এটি সিনেমার ফাস্ট লুক। তিনি বলেন, “আমার এই ছবিটি যেহেতু দক্ষিণ আফ্রিকার সবচেয়ে পুরোনো ‘ডারবান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ প্রতিযোগিতা করতে যাচ্ছে। তাই প্রযোজক ইংরেজী ভাষায় ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে। দেশের প্রেক্ষাগৃহের জন্য যখন লুক, টিজার বা ট্রেলার প্রকাশ করা হবে তখন সেটা অন্যরকম হবে।”
সিনেমাটি বাংলা ও ইংরেজি ভাষাতে দৃশ্যায়িত হয়েছে কি না জানতে চাইলে অমিতাভ বলেন, “শুধু বাংলা বা শুধু ইংরেজিতে সিনেমাটি চিত্রায়িত হয়নি, মিপডভাবে সংলাপ বলানো হয়েছে।”
ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখিকা মিতালি পারকিনসের লেখা ‘রিকশা গার্ল’ অবলম্বনে চিত্রনাট্য লিখেছেন শর্বরী জোহরা আহমেদ। আরও অভিনয় করেছেন চম্পা, অ্যালেন শুভ্র প্রমুখ।