Select Page

করোনা নিয়ে হাসপাতালে দুই তারকা: আইসিইউতে সোহেল রানা

করোনা নিয়ে হাসপাতালে দুই তারকা: আইসিইউতে সোহেল রানা

করোনায় আক্রান্ত হয়েছেন ঢালিউডের দুই আইকনিক তারকা সোহেল রানাশাবনূর। দুজনেই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ড্যাশিং হিরো-খ্যাত প্রযোজক-পরিচালক আইসিইউতে ভর্তি আছেন।

তারকা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন সোহেল রানা। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। এছাড়া তাকে উচ্চমাত্রার অক্সিজেন বা সিপ্যাপ সাপোর্ট দিতে হচ্ছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন তার ছেলে মাশরুর পারভেজ ও ছোট ভাই চিত্রনায়ক রুবেল।

বুধবার রাত সাড়ে ৮টায় রুবেল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভাইয়ার ফুসফুসের ৭০ শতাংশ করোনায় সংক্রমিত হয়েছে। উনাকে আইসিইউতে রাখা হয়েছে। আগামীকাল চিকিৎসকদের বোর্ড বসে ভাইয়ার ট্রিটমেন্টের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।’

ছেলে মাশরুর পারভেজ বলেন, ‌‘বাবার অবস্থা ভালো নয়। আমি আসলে বাবার অবস্থা বলে বোঝাতে পারবো না। ক্রিটিক্যাল অবস্থা পার করছি। তবে বাবাকে ভেন্টিলেশন দিতে হচ্ছে না। সিপ্যাপের মাধ্যমে অক্সিজেন দিতে হচ্ছে। মানে উচ্চমাত্রায় সাপোর্ট দিতে হচ্ছে।’

এর আগে গত ২৫ ডিসেম্বর করোনা নিয়ে হাসপাতালে ভর্তি হন সোহেল রানা।

অন্য দিকে অস্ট্রেলিয়ার সিডনি শহরের একটি হাসপাতালে ভর্তি আছেন শাবনূর। খবরটি ফেসবুকে নিশ্চিত করেছেন নায়িকা।

তিনি লেখেন, ‘করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আজ আমি ওয়েস্টমিড হসপিটালে অ্যাডমিট হয়ে করোনার সাথে যুদ্ধ করছি। সাংঘাতিক কভিডের ছোবলে আক্রান্ত হওয়ার অভিজ্ঞতা থেকে সবাইকে সতর্ক করে বলতে চাই, এটি একটি উচ্চ সংক্রামক ভাইরাস, এটি শরীরের প্রতিরোধ ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে দেয়। তাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা করোনাকে হেলাফেলায় নিবেন না। সকলে শারীরিক দূরত্ব মেনে চলুন, মাস্ক পরিধান করুন, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন এবং পারতপক্ষে ঘরে থাকার চেষ্টা করুন।’

শাবনূর বলেন, ‘আপনারা বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ হয়ে আপনাদের মাঝে শীঘ্রই ফিরে আসতে পারি।’

এ চিত্রনায়িকা অনেক দিন ধরে অস্ট্রেলিয়ার সিডনি শহরে থাকেন। সন্তানকে নিয়ে সেখানেই তার বাস।


Leave a reply