কলকাতার ভক্তদের পাল্লায় শাকিব
কলকাতার দর্শকরা আগে থেকেই চেনেন শাকিব খানকে। বছর দশেক আগে এফ আই মানিকের পরিচালনায় তারা দেখেছেন ‘সবার উপরে তুমি’। এবার নতুন সিনেমার জন্য কলকাতায় গিয়ে বেশ ভক্তও জুটিয়ে নিলেন।
শামীম আহমেদ রনির ‘বসগিরি’তে অভিনয় করছেন বাংলাদেশের এ শীর্ষ তারকা। তিনিই শেয়ার করলেন একটি ছবি।
শুক্রবার রাতে পোস্ট করা ওই ছবিতে দেখা যায়, নেতাজী সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে ওই দেশি দুই ভক্তের সঙ্গে ছবি তুলছেন শাকিব।
ক্যাপশনে রনি লিখেছেন, ‘কলকাতায় নামতে না নামতেই Fan দের কবলে আমাদের সুপারস্টার…. এখন দুই বাংলার সুপারস্টার ..’
শোনা যাচ্ছিল, যৌথ প্রযোজনার ‘শিকারী’র শুটিং শেষে লন্ডন থেকে ঢাকা ফিরে অন্য ছবির সেটে যোগ দিতে যাচ্ছেন। এর মধ্যেই হুট করে কলকাতার ভ্রমণ সম্পর্কে কিছু জানা যায়নি। শাকিবের সফর সঙ্গী রনি জানান, এক মিনিটের নোটিশে ইন্ডিয়া।