কলকাতায় ‘ফ্লপ’, বাংলাদেশে কেমন করবে?
জিৎ ও নুসরাত ফারিয়ার নতুন সিনেমা ‘ইন্সপেক্টর নটি কে’ ভারতের এক সপ্তাহ পর বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে। মুক্তির আগের দিন বিকেলে সেন্সর সনদ পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন আমদানিকারক (নাকি প্রযোজক)! ছবির নায়কও দুদিন ধরে বাংলাদেশে অবস্থান করছেন— তাই বলা যায় মানির মানও রক্ষা পেল।
প্রশ্ন হলো ‘ইন্সপেক্টর নটি কে’ বাংলাদেশে ব্যবসাসফল হওয়ার মন্ত্র কী হবে? এ প্রশ্নের কারণে হলো এক সপ্তাহ আগে মুক্তি পেয়ে কলকাতার বক্স অফিসে সিনেমাটির ভরাডুবি হয়েছে।
সে দেশের পত্রিকাগুলোতে ছাপানো রিভিউ ও হল রিপোর্টও তার সাক্ষি। এ বিষয়ে প্রশ্নের মুখোমুখি হয়ে বাংলাদেশে জোড়াতালি মার্কা উত্তর দিয়েছেন জিৎ।
কলকাতার দর্শক নেয়নি, এর কারণ হিসেবে বলা হচ্ছে সিনেমাটির গল্প। একে তো কয়েক বছর পুরনো দক্ষিণ ভারতীয় সিনেমার রিমেক, তার উপর এ সময়ের গল্প হিসেবে দর্শক মানতে পারছেন না। নির্মাণও নাকি আহামরি নয়!
যে জিনিস কলকাতার দর্শক নেয়নি, তা কেন বাংলাদেশের দর্শক নেবে? অন্তত দুই ইন্ডাস্ট্রির দর্শকই মানছেন যখন- ‘কনটেন্ট ইজ কিং’। মানে শুধু ‘জিৎ ইজ কিং’ বলে চলছে না। যা ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘বস টু’র ক্ষেত্রেও দেখা গেছে।
এখন দেখার বিষয়— বাংলাদেশের প্রেক্ষাগৃহ কোন ভাষায় কথা বলে!