Select Page

কাঁটাতারের বেড়া: গল্প এত সুন্দর যে ভাষায় প্রকাশ করতে পারবো না!

কাঁটাতারের বেড়া: গল্প এত সুন্দর যে ভাষায় প্রকাশ করতে পারবো না!

জাজ মাল্টিমিডিয়া রবিবারে এক ঘোষণায় জানায়, ‘কাঁটাতারের বেড়া’ দিয়ে শাবনূর আবার চলচ্চিত্রে ফিরছেন। যদিও এরপরই কয়েকটি সংবাদমাধ্যম জানায়, নায়িকা খবরটি অস্বীকার করেছে। কিন্তু মজার বিষয় হলো সোমবার প্রথম আলো এবং মঙ্গলবার সারাবাংলা ডটনেটকে শাবনূর জানান, ছবিটি করছেন।

শাবনূর বলেন, খবরটি সত্য। আমি ‘কাঁটাতারের বেড়া’ করছি। এ ছবির জন্যই এখন প্রস্তুতি নিচ্ছি। তবে সবকিছু আমার ফিটনেসের উপর নির্ভর করছে।

এ নিয়ে বলেন, ‘নিজেকে পুরোপুরি ফিট করতে চাই, হিরোইন হিসেবে পর্দায় হাজির হতে হবে।’ আগে দিনে দুই বেলাই ভাত খেতেন তিনি। এখন খাচ্ছেন এক বেলা। সেই ভাতের পরিমাণও যত্সামান্য। প্রতিদিন ব্যায়ামাগারে যেতে না পারলেও ঘরে থাকা যন্ত্রে কাজ সারছেন। পরামর্শ নিচ্ছেন একজন অস্ট্রেলিয়ান পুষ্টিবিদ ও ব্যায়াম প্রশিক্ষকের কাছে।

বছর খানেক আগে শাবনূরের সাথে জাজের সঙ্গে ছবিটি নিয়ে আলাপ হয়। ‘ছবিটির গল্প এত সুন্দর! আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না, আমার এত পছন্দ হয়েছে। মেকিং যদি ঠিকমত করতে পারে, অভিনয়ের অনেক জায়গা আছে। আমি তো খুবই এক্সসাইটেড। কতদিন পর এত সুন্দর একটা চরিত্র করতে পারবো’

তিনি আরও বলেন, ‘গল্প আমার ও আমার নায়ককে ঘিরে। আমি তো অপেক্ষায় আছি কবে ফিট হবো, কবে কাজটা করতে পারবো।’

কিন্তু কবে নাগাদ শুটিং হবে? সেটি বলাও কি নিষেধ? শাবনূর বলেন, ‘আসলে আমার ফিটনেস মাত্র অর্ধেক হয়েছে। আমি যত দ্রুত ফিট হবো, তত দ্রুতই শুটিং শুরু করবে তারা। আশা করছি ২০২০’র প্রথম দিকে শুরু হবে।’

‘কাঁটাতারের বেড়া’র পরিচালক হিসেবে জাকির হোসেন রাজু ও মোস্তাফিজুর রহমান মানিকের নাম শোনা যাচ্ছে। শাবনূর এ বিষয়ে শুধু বললেন, ‘আমার কিছু বলা নিষেধ আছে। পরিচালক, নায়ক নিয়ে জাজ বলেছে তারাই সব আনুষ্ঠানিকভাবে জানাবে।’

 


মন্তব্য করুন