‘কাজলরেখা’য় গান থাকছে ৪০টি!
গিয়াস উদ্দিন সেলিমের স্বপ্নের প্রজেক্ট ‘কাজলরেখা’। এক দশক আগে ঘোষণা দেয়া সেই ছবি মুক্তি পাবে আগামী বছর। এতে নাকি গান থাকছে প্রায় ৪০টি। খবরটি জানালেন ছবির সংগীত পরিচালক ইমন চৌধুরী।
লোকগাঁথা অনুসারে নির্মিত হচ্ছে ‘কাজলরেখা’। নির্মাতার প্রথম ছবির ছিল গ্রামীণ আবহে ‘মনপুরা’। যার গানগুলো ছিল চার্টবাস্টার। এরপর সেলিমের তিন সিনেমা মুক্তি পেলেও ‘গুণিন’-এর একটি গান ছাড়া বাকিগুলো তেমন কদর পায়নি।
নতুন সিনেমার গানগুলো লোকজ সুরেই হচ্ছে বলেন জানালেন ইমন চৌধুরী। তবে গানের ব্যবহার কীভাবে হবে জানাননি তিনি।
প্রথম আলোকে তিনি বলেন, ‘কাজলরেখা’র ৩৮–৪০টি গান থাকছে। এই ছবি গিয়াস উদ্দিন সেলিম ভাইয়ের অনেক দিনের লালিত স্বপ্ন। এই স্বপ্নের সঙ্গে একাত্ম হতে পেরেছি, এটা অনেক বড় প্রাপ্তি। আমার পরম সৌভাগ্য, বাংলার লোকজ সুর ও সংগীত নিয়ে কাজ করতে পারছি।’
আগামী বছরের ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবস উপলক্ষ্যে মুক্তি পাবে ‘কাজলরেখা’।
এ সিনেমা নিয়ে পরিচালক সেলিম বলেছিলেন, কাজলরেখা নির্মিত হচ্ছে মৈমনসিংহ গীতিকার ‘কাজলরেখা’ পালা থেকে। ওই সময়ে নয় বছর বয়স হলেই সামাজিক নিয়ম অনুযায়ী মেয়েদের বিয়ে দিতে হতো। গল্পের নায়িকা কাজলরেখার বয়স যখন ৯ তখন এক নতুন গল্প তৈরি হয়। এটিই আমার সিনেমার মূল গল্প। এর চিত্রনাট্য ও সংলাপ বিন্যাস করেছি আমি নিজেই। সিনেমাটি আমার স্বপ্ন। প্রায় ১১ বছর ধরে গল্পটি নিয়ে কাজ করছি। এখন নির্মাণ করতে যাচ্ছি। ভালো লাগছে।
‘কাজলরেখা’ ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত। সিনেমার প্রধান দুটি চরিত্রে অভিনয় করবেন শরিফুল রাজ ও মন্দিরা চক্রবর্তী। বিভিন্ন চরিত্রে দেখা যাবে ইরেশ যাকের, রাফিয়াত রশিদ মিথিলা, আজাদ আবুল কালাম, খায়রুল বাশার, সাদিয়া আয়মানসহ অনেককে।